পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, বারুইপুরের সাউথ গড়িয়া পঞ্চায়েতের জগন্নাথপুরের বাসিন্দা ছিলেন সৌরভ মণ্ডল। গত শুক্রবার শারীরিক অসুস্থতার কারণে তাঁকে দুপুরের দিকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তিনি মারা যান। এই খবর তাঁর বাড়িতে পৌঁছলে পরিবারের সদস্যরা ওই কেন্দ্রে এসে উত্তেজনা ছড়ান। কেন মারা গেল সৌরভ, এই প্রশ্ন তুলে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিবারের সদস্যরা এরপর হাসপাতালে গিয়ে তড়িঘড়ি দেহ নিয়ে বাড়ি চলে যান। তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃতের ভাই শৌভিক মণ্ডল বলেন, ‘দাদা নেশাগ্রস্ত ছিল বলেই ওই কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। ওই নেশা মুক্তি কেন্দ্র দাদার চিকিৎসার জন্য টাকা নিয়েছিল। মাত্র ৫০ হাজার টাকা বকেয়া ছিল। কয়েকদিন আগে দাদার টিবি হয়েছে শুনে পরিবারের সদস্যরা ওই কেন্দ্রে গেলে ওরা ছাড়তে চায়নি। উল্টে টাকা দেওয়া হয়নি বলে দাদাকে দেখতে পর্যন্ত দেয়নি। প্রায় মারধর করত বলে অভিযোগ। এই কারণেই ওর মৃত্যু হয়েছে। আমরা ওই নেশা মুক্তি কেন্দ্র ভাঙচুর করিনি। স্থানীয় বাসিন্দারা উত্তেজনার বশে করেছেন।’
কাউন্সিলার অর্চনা মল্লিক বলেন, ১০ বছর ধরে ভাড়া বাড়িতে ওই কেন্দ্র চলছিল। শুনেছি, রাতের দিকে ওই চিকিৎসা কেন্দ্রে রোগীদের মারধর করা হতো। রোগীরা চিৎকার করলে পাড়ার লোকজন পর্যন্ত শুনতে পেতেন। এই ব্যাপারে বাড়ির মালিককে বারংবার বলা হলেও তিনি কর্ণপাত করেননি। এদিকে, ওই কেন্দ্রের প্রতিনিধি অভিষেক দাস বলেন, হাসপাতালে ভর্তি করেছিলাম আমরাই। অসুস্থতার কারণে রোগী মারা গিয়েছে। আমরা রোগীদের মারধর করিনি।