সন্তানের কর্ম সাফল্যে মানসিক প্রফুল্লতা ও সাংসারিক সুখ বৃদ্ধি। আয়ের ক্ষেত্রটি শুভ। সামাজিক কর্মে সাফল্য ... বিশদ
সিসি সাহা লিমিটেডের ডিরেক্টর বিক্রম সাহা বলেন,আমাদের লক্ষ্য, শিশুগুলিকে তাদের শ্রবণ ক্ষমতা বুঝে নিতে সাহায্য করা ও তাদের মধ্যে শিল্প নিয়ে আগ্রহ জাগিয়ে তোলা। এর ফলে ওদের মধ্যে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের দক্ষতাও বেড়ে উঠবে। বিশেষ করে হেয়ারিং ইমপ্লান্টের পরে শিশুগুলি তাদের শ্রবণ ক্ষমতা সম্পর্কে আরও ওয়াকিবহাল হতে পারবে।