শরীর ভালো যাবে না। সাংসারিক কলহবৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে মানসিক ... বিশদ
ঠিক হয়, ই এম বাইপাস লাগোয়া মুকুন্দপুরের নারায়ণা হেলথ (এনএইচ) গোষ্ঠীর রবীন্দ্রনাথ টেগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স হাসপাতালের এক রোগীর শরীরে প্রতিস্থাপিত হবে সেই লিভার। সেইমতো হাসপাতালের তালিকা থেকে ক্রনিক লিভার ডিজিজে আক্রান্ত ৬২ বছরের কমলাকান্ত নাগ-কে গ্রহীতা হিসেবে নির্বাচিত করা হয়। মেডিকা থেকে লিভার পাঠানো হয় রবীন্দ্রনাথ টেগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স-এ। প্রায় সাড়ে ন’ঘণ্টা ধরে প্রতিস্থাপন সার্জারি চলে। তারপর রোগীকে লিভার ট্রান্সপ্ল্যান্ট আইসিইউতে স্থানান্তরিত করে হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে এনএইচ গোষ্ঠীর তরফে জানানো হয়েছে।