উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
কিন্তু বাজারে তো অজস্র সানস্ক্রিন। তার মধ্যে জনপ্রিয় কোনগুলো, এসপিএফ কত? দামই বা কেমন? রইল সেসবের হদিশ।
গার্নিয়ার: এসপিএফ ১৫ যুক্ত সানস্ক্রিনের জগতে গার্নিয়ার বেশ নির্ভরযোগ্য নাম। এই ক্রিমে শুধু সূর্য থেকে ত্বক বাঁচে তা-ই নয়, এতে অ্যান্টিএজিংয়ের উপাদান থাকায় ত্বকের বয়স ধরে রাখতেও এই ক্রিম উপযোগী। ৫০ মিলিলিটারের দাম ১৭৫ টাকা।
রাগা: একটু দামি প্রসাধনী যাঁরা ব্যবহার করেন, তাঁরা রাগার সঙ্গে বেশ পরিচিত। এদের সানস্ক্রিনও ১৫ এসপিএফ-এর। সবরকম ত্বকের জন্যই এই সানস্ক্রিন বেশ উপযোগী। ৮০ মিলি-র দাম পড়ে ৪৩৫ টাকা।
হিমালয়া: বাজেট ২০০ টাকার মধ্যে হলে হিমালয়া হার্বালসের এসপিএফ ১৫ যুক্ত সানস্ক্রিনও কিনতে পারেন। হার্বাল উপাদানে তৈরি এই সানস্ক্রিন ত্বকের সঙ্গে বন্ধুতা বজায় রেখেই তাকে রোদের হাত থেকে বাঁচায়। ১০০ মিলির দাম পড়বে ১৭৭ টাকা।
লোটাস: সানস্ক্রিনের জগতে লোটাস খুবই জনপ্রিয়। এসপিএফ ২০ থেকে ৫০ পর্যন্ত নানারকম সানস্ক্রিন এই সংস্থা তৈরি করে। ওয়াটারপ্রুফ ও চটচটে ভাব কম এমন ক্রিমও বাজারজাত করেছে লোটাস। এসপিএফ ২০ যুক্ত তেমন সানস্ক্রিনের ১০০ গ্রামের দাম ২৫৪ টাকা। আবার ম্যাট লুক, চটচটে ভাববিহীন, ত্বকে ঔজ্জ্বল্য আনে এমন তিনটি গুণসম্পন্ন থ্রি ইন ওয়ান লোটাস সান সেফ-ও কিনতে পারেন। এসপিএফ ৪০ যুক্ত এই ক্রিমের ১০০ গ্রামের দাম ২৭৭ টাকা। পুরুষদের ত্বক যেহেতু মহিলাদের তুলনায় বেশি কড়া, তাই তাঁদের জন্য আলাদা করে সানস্ক্রিন বাজারে এনেছে লোটাস। ১০০ গ্রামের দাম ৩৩০ টাকা। তৈলাক্ত ত্বকের কথা মাথায় রেখে এসপিএফ ৫০ যুক্ত একটি ক্রিম লোটাস এনেছে। ১০০ গ্রামের দাম পড়বে ৩৯৫ টাকা। অনলাইনে কিনলে দামে বেশ কিছুটা ছাড় মিলবে।
ল্যাকমে: সানস্ক্রিনের জগতে আর একটি জনপ্রিয় ব্র্যান্ড ল্যাকমে। সংস্থার দাবি, তাদের ৫০ এসপিএফ যুক্ত ক্রিমটি ৯৭ শতাংশ অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে। ১০০ গ্রামের দাম ৫২০ টাকা। এসপিএফ ২৪ যুক্ত ১২০ মিলি-র একটি সানস্ক্রিন কিনতে খরচ হবে ৩৫৫ টাকা। বাজেট ১০০ টাকার মধ্যে হলেও ল্যাকমের সানস্ক্রিন সংগ্রহে রাখতে পারেন আপনি। পকেটফ্রেন্ডলি মাত্র ১৮ মিলি সানস্ক্রিন পাবেন ৯৯ টাকায়। সূর্যের আলোয় বেরনোর আগে সানস্ক্রিন যেমন বাজারজাত করেছে সংস্থাটি, তেমনই রোদ থেকে ফেরার পর ত্বকের যত্ন নিতেও আফটার সান জেল রয়েছে এদের। ৫০ গ্রামের প্যাকে পাওয়া যায়। দাম ২০০ টাকা।
ভিএলসিসি: ঘাম হবে না কিন্তু রোদ আটকানোর কাজ হবে ভালো— শর্ত যদি এমন হয়, তাহলে আপনার পছন্দ হতে পারে ভিএলসিসি। সূর্যের আলো থেকে বাঁচানোর পাশাপাশি ত্বকে বাড়তি জেল্লাও যোগ করে এই ক্রিম। ১০০ মিলির দাম ১৯২ টাকা।
ল্যাকটো ক্যালামাইন: ত্বক নিয়ে যাঁরা চিন্তিত বা যাঁদের ত্বক একটু বেশি স্পর্শকাতর, ল্যাকটো ক্যালামাইন তাঁদের খুবই পছন্দের ব্র্যান্ড। নানা ধরনের ক্রিমের পাশাপাশি সানস্ক্রিনও বাজারজাত করেছে এই সংস্থা। এসপিএফ ৫০ যুক্ত ৫০ গ্রামের দাম ৩৪৯ টাকা। অনলাইনে কিনলে আরও একটু কমে পাবেন।
সানস্ক্রিনের খবর তো পেইি গেলেন এবার নিজের প্রয়োজন অনুযায়ী এসপিএফ বেছে কিনে নিন উপযুক্ত ক্রিমটি। পছন্দের সানস্ক্রিন কিনতে দেরি করবেন না কিন্তু। কারণ গরম যে কড়া নাড়ছে!