শরীর ভালো যাবে না। সাংসারিক কলহবৃদ্ধি। প্রেমে সফলতা। শত্রুর সঙ্গে সন্তোষজনক সমঝোতা। সন্তানের সাফল্যে মানসিক ... বিশদ
দেশের অন্যতম স্টাইলিশ ঘড়ি প্রস্তুতকারী সংস্থা ফাস্টট্র্যাক একটি আকর্ষণীয় রেঞ্জ নিয়ে এসেছে। মহাকাশ ও চন্দ্রগ্রহণে অনুপ্রাণিত হয়ে এই কালেকশনটি ডিজাইন করা হয়েছে। মহাকাশ ও চন্দ্রগ্রহণ নিয়ে অল্পবয়সি ছেলে-মেয়েদের আগ্রহের কথা মাথায় রেখে ঘড়িগুলি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। মহাকাশ ও চন্দ্রগ্রহণের একাধিক ডিজাইন ঘড়িগুলিতে ফুটে উঠেছে। প্রায় ২০ রকম স্টাইল ও ডিজাইনে এই ঘড়িগুলি পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে ফাস্টট্র্যাকের মার্কেটিং হেড আয়ুষ্মান চিরানেওয়ালা বলেন, মহাকাশ বিষয়ে অনুপ্রাণিত হয়ে এরকম একটি কালেকশন আনতে পেরে আমরা খুবই উত্তেজিত। দামও আয়ত্তের মধ্যে।
ভয়ল্লা’র দুর্গা কালেকশন
ভয়লা দুর্গাপুজো উপলক্ষে একটি বিশেষ জুয়েলারি কালেকশন নিয়ে এসেছে। পুজোয় মহিলাদের স্পেশাল সাজের কথা মাথায় রেখে এগুলি ডিজাইন করা হয়েছে। কালেকশনের সব আইটেমই অক্সিডাইজড সিলভারে তৈরি। এই কালেকশনে পাওয়া যাবে নেকলেস, চোকার, ইয়ার রিং, স্টাড, রিং প্রভৃতি গয়না। পুজো স্পেশাল কালেকশনের দাম শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে। সর্বত্র পাওয়া যাচ্ছে। ওয়েবসাইট: www.voylla.com
ডেপার-এর পুজো কালেকশন
ডেপার একটি পরিচিত মেনস ওয়্যার স্টোর। এখানে পুরুষদের সব রকমের স্টাইলিশ পোশাকের পাশাপাশি রকমারি অ্যাকসেসরিজের সেরা কালেকশন রয়েছে। এবার পুজোয় বিশেষ আকর্ষণ হল ডেপারের পাশাপাশি রোহিত গান্ধী, রাহুল খান্না, দিব্যম মেহতার মতো সহ একাধিক নামী ডিজাইনারের পুজো স্পেশাল কালেকশন পাওয়া যাবে। রকমারি ডিজাইন ও কালার কম্বিনেশনে তৈরি ব্লেজার, স্যুট, শার্ট, কুর্তা সহ সব ধরনের ড্রেস এবার নজর কাড়বে বলে সংস্থার আশা। অ্যাকসেসরিজের মধ্যে জুতো, পকেট স্কোয়্যার, বো, টাই প্রভৃতি পাওয়া যাবে। ঠিকানা ১০ এ এবং বি, উডবার্ন পার্ক রোড, কলকাতা-২০
নামেগ প্রদর্শনী কাম সেল
বিড়লা অ্যাকাডেমি অব আর্ট অ্যান্ড কালচারে দু’দিন ব্যাপী প্রদর্শনী কাম সেল হয়ে গেল। নামেগ ভারতীয় হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট এই প্রদর্শনীতে তুলে ধরা হয়। এখানে ছিল শাড়ি, স্টোল, দোপাট্টা, সিলভার জুয়েলারি, ল্যাম্প এবং হোম ফার্নিশিং। এই প্রদর্শনীর হোস্ট ছিলেন মেঘালি বি লাহিড়ী, নমিতা দাসোরা, রুপালি বড়ুয়া। শাড়ির মধ্যে ছিল হ্যান্ড ওভেন সিল্ক মহেশ্বরী, চান্দেরি সিল্ক, ন্যাচারাল ডাই বগরু প্রিন্ট,
লিনেন, বেনারসি, কাঞ্জিভরম, পৈঠানি, চেট্টিনাড় কটন, তেলিয়া, অসম সিল্ক, ইক্কত সিল্ক ইত্যাদি। শাড়ির দাম ছিল ২৫০০-৫০ হাজার টাকা। স্টোলের দাম ১৬৫০-৪৫০০ টাকা। গয়নার দাম ৫০০-২০ হাজার টাকা। প্রদর্শনীর উদ্বোধন করেন অভিনেত্রী পাওলি দাম।
নেমিচাঁদ বামালওয়ার পুজোর গয়না
নেমিচাঁদ বামালওয়া জুয়েলার্স বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো উপলক্ষে নিয়ে এসেছে নতুন গয়নার এক দুর্দান্ত সম্ভার। সংস্থার তরফে দাবি করা হয়েছে, গয়নাপ্রেমীদের জন্য এ হবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। সূক্ষ্ম কারুকাজ করা নেকলেস এবং সুন্দর করে বানানো কানের দুল বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মানানসই করে তৈরি করা হয়েছে। গয়নাগুলো আধুনিক যুগের ট্রেন্ড অনুযায়ী হালকা করা হয়েছে। গয়নাগুলি পাওয়া যাবে সিটি সেন্টারের ডিসি ব্লকে। এই কালেকশনের নাম দেওয়া হয়েছে ‘দ্য দুর্গাপূজা কালেকশন ২০১৯’।
আত্রী’জ বিউটি ক্লিনিক দশ বছরে
আত্রী’জ বিউটি ক্লিনিক অ্যান্ড মেকওভার স্টুডিওর দশ বছর পূর্তিতে শোভাবাজার অঞ্জলিবাটিতে হয়ে গেল অনুষ্ঠান। অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি বহু বছর ধরে আত্রী’জ-এ আসি। ক্লিনিকের কর্ণধার আত্রী প্রত্যেক ক্লায়েন্টকে যত্ন নিয়ে সার্ভিস দেন। কথার রেশ টেনে ক্লিনিকের কর্ণধার আত্রী বলেন, ‘আমার সাফল্যের মূলে যাঁরা আমাকে সহযোগিতা করেছেন তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। এখানে চুলের জন্য আছে নানা ধরনের সার্ভিস— হেয়ার কেরাটিন ট্রিটমেন্ট, হেয়ার প্লেক্স ট্রিটমেন্ট, হেয়ার রিপেয়ারিং, কালার, হাইলাইট, হেয়ার ফল রেসটোরেশন ইত্যাদি।’ এদিন এই বিশেষ দিনটিকে উৎসবমুখর করে তুলতে কেক কাটা হয়।
গুডরিক টিপট-এর দ্য টি রুম
বাঙালিদের মধ্যে চা পানের অভ্যেস ঢুকিয়ে দিয়ে গিয়েছিল ইংরেজরা। কাজেই চা পানের মধ্যে একটা ‘রয়্যাল নস্টালজিয়া’ তো রয়েছেই। সেই অভ্যেসকে আরও চারিয়ে দিতে গুডরিক সংস্থা কলকাতা শহরে নিয়ে এল ‘দ্য টি রুম’ নামে একটি চায়ের রেস্তরাঁ। দার্জিলিংয়ের মার্গারেটস ডেকের সাফল্যে উজ্জীবিত হয়ে এই প্রয়াস। এখানে বাছাই করা বিভিন্ন রকমের চা ছাড়াও পাওয়া যাবে চায়ের সঙ্গে খাওয়ার উপযোগী ‘টা’-ও। সম্প্রতি কলকাতায় দ্য টি রুমের উদ্বোধন করলেন অভিনেত্রী পার্নো মিত্র।
স্বস্তিনাথ শাস্ত্রী, স্নেহাশিস সাউ, চৈতালি দত্ত
ছবি: সুফল ভট্টাচার্য