সাংগঠনিক কর্মে বড় সাফল্য পেতে পারেন। উপস্থিত বুদ্ধি আর সাহসের জোরে কার্যোদ্ধার। বিদ্যায় সাফল্য। ... বিশদ
এ মাস থেকে ইতালিয়ান রেস্তরাঁ বিয়াঙ্কো নিয়ে এসছে একগুচ্ছ নতুন মেনু। তাতে পাবেন বিভিন্ন ধরনের ফিউশন। প্রন ককটেল বা শ্রিম্প ককটেলে নানা ধরনের ফ্লেভার মেশানো হয়েছে। যেমন বেকড অরেঞ্জ শ্রিম্প ককটেল, রোজ প্রন ককটেল ইত্যাদি। এছাড়াও স্টাফড আইটেমগুলোর পুরের স্বাদে এসেছে নতুনত্ব। চিজি বেকন স্টাফড পোট্যাটো তারই মধ্যে একটি। পিৎজা, লাসানিয়া, র্যাভিওলি পাস্তা সব খাবারেই একটু অন্য স্বাদ আনার চেষ্টা করেছেন শেফ।
র্যাভিওলি আ-লা ভ্যালেন্টাইন, লাসানিয়া অ্যান্ড চিকেন করদোঁ ব্লু ইত্যাদি খাবার সহ মেনুতে পাবেন নতুনত্বের সন্ধান। বিদেশি খাবার যাঁরা ভালোবাসেন, কন্টিনেন্টাল যাঁদের প্রিয় খাবারের তালিকায় অন্যতম, তাঁরা অবশ্যই এই নতুন মেনুর খোঁজে পৌঁছে যাবেন একডালিয়া রোডের বিয়াঙ্কো রেস্তরাঁয়। এখানে দু’জনের খাবার খরচ ১২০০ টাকা, কর অতিরিক্ত।
ফর্কফুল রেস্তরাঁয় কম্বো অফার
টুকটাক খেতে যাঁরা ভালোবাসেন, তাঁদের প্রিয় ঠিকানা হতে পারে ফর্কফুল রেস্তরাঁ। এখানে ফেব্রুয়ারি মাস জুড়ে পাবেন কম্বো অফার। ১৯৯ টাকার কম্বো মেনুতে থাকবে মেক্সিকান রাইস ও পেরিপেরি বাটার চিকেন উইথ টম্যাটো সালসা। ২৯৯ টাকার কম্বো মিলে থাকবে চিকেন স্যতে, টম ইয়াম ফিশ স্টিক, ফিস-ফাস, ক্রিস্পি চিকেন, চিকেন উইংস। সবই দু’টি করে থাকবে।
এছাড়াও ওই একই প্ল্যাটারে থাকবে পট্যাটো ওয়েজেস, স্প্যাগেটি অ্যাগলিও ওলিও, সিরাচা চিকেন, হার্বড রাইস, কিমচি স্যালাড ও ফ্রায়েড এগ। ৪৯৯ টাকার কম্বো মিলে পাবেন চিকেন স্যতে, টম ইয়াম ফিশ স্টিক, ফিস-ফাস, ক্রিস্পি চিকেন, চিকেন উইংস, পট্যাটো ওয়েজেস, স্প্যাগেটি অ্যাগলিও ওলিও, সিরাচা চিকেন, হার্বড রাইস, কিমচি স্যালাড ও ফ্রায়েড এগ। তবে ২৯৯ টাকার কম্বোর তুলনায় এই প্ল্যাটারে সব খাবারের পরিমাণই বেশি থাকবে।