যে কোনও কর্মেই একটু বাধা থাকবে। তবে উপার্জন মন্দ হবে না। ললিতকলায় ব্যুৎপত্তি ও স্বীকৃতি। ... বিশদ
পুজো স্পেশাল আইটেমের মধ্যে পাবেন চিকেন সিজলার, স্পাইসি ল্যাম্ব প্যাটি সিজলার, উত্তর ভারতীয় বার্গার, কন্টিনেন্টাল, ইতালিয়ান ডেজার্ট এবং পানীয়। দু’জনের জন্য খরচ ১২০০ টাকা, কর অতিরিক্ত।
অক্টা
অক্টায় পাবেন হট ফ্রায়েড ক্রিস্পি চিকেন, সুশি এবং তন্দুরি চিকেন মোমোর মতো আইটেম। এখানে পাবেন এশিয়ান, কন্টিনেন্টাল, উত্তর ভারতীয় খাবার। দু’জনের জন্য খরচ ১৪০০ টাকা, কর অতিরিক্ত।
হ্যামার
রুফটপ কাফে হ্যামারে পাবেন মুর্গ চাপলি, অ্যাসপারাগাস ডাম্পলিং, কন্টিনেন্টাল, মেক্সিকান, উত্তর ভারতীয় খাবার, রকমারি পানীয়। দু’জনের জন্য খাবার খরচ ১২০০ টাকা।
অ্যাটম ইয়াম লাউঞ্জ
গ্যাস্ট্রো পাব অ্যাটম ইয়াম লাউঞ্জে ককটেল ফ্রুট স্প্রিং রোল এবং ম্যাঙ্গো চিলি পাস্তা থেকে শুরু করে চিকেন টাকোস উইথ এগজটিক ফ্রুটস— স্বাদ না নিলেই নয়।
কন্টিনেন্টাল, চাইনিজ, আধুনিক ভারতীয়, উত্তর ভারতীয়, পানীয়, সিচুয়ান খাবার পরিবেশন করা হয়। দু’জনের জন্য খাবার খরচ ১৫০০ টাকা, কর অতিরিক্ত।
ওয়াও মোমো
এই পুজোয় ওয়াও মোমো নিয়ে এসছে জিভে জল আনা খাদ্যের সম্ভার। পাবেন প্রন এবং চিকেনের চমত্কার রেসিপি। খাও সুয়ে প্রনস এবং চিকেন র্যাপড প্রন আইটেম। যে কোনও আউটলেটেই পরিবেশন করা হয় মোমো এবং ফাস্ট ফুড। দু’জনের খাওয়ার খরচ ৩৫০ টাকা, কর অতিরিক্ত।
কাফে কলকাতা থার্টি টু
২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর বিশেষ মেনুর আয়োজন থাকছে। কাটিং চা, ম্যাঙ্গো মুস, পাইন্যাপেল লেমনেড, গোয়াভা লেমনেড, চিকেন কাটলেট, গ্রিন চিলি চিকেন, বাসন্তী পোলাও উইথ চিকেন কষা থাকবে মেনুতে। দু’জনের খাওয়ার খরচ ৩০০-৪০০ টাকা। কর অতিরিক্ত।
ফোর কয়েনস কাফে
৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর দুপুর সাড়ে বারোটা থেকে রাত দেড়টা পর্যন্ত খোলা। গ্রিলড ফিশ ইন মরোক্কান স্যস সঙ্গে পার্সলে বাটার রাইস, হানি মাস্টার্ড স্যসের সঙ্গে দু’টি জাম্বো ফিশ ফ্রাই, ম্যাশড পট্যাটো-সতে ভেজিটেবল গার্লিক ব্রেড ব্রাউন স্যসের সঙ্গে পর্ক, রোস্টেড চিকেনের সঙ্গে ম্যাশড পট্যাটো সতে ভেজিটেবল এবং গার্লিক ব্রেড পাবেন।
দ্য স্পিরিট
৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর দ্য স্পিরিটে পাবেন ছানা কড়াইশুঁটির চপ, কলকাতা ফিশ ফ্রাই, চিংড়ির কাটলেট ধোকার ডালনা, ঘি ভাত তন্দুরি রুটি, কষা মাংস ইত্যাদি।
টিপসি টাইগার
৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত টিপসি টাইগারে পাবেন দুর্গাপুজো স্পেশাল মেনু। ভেজ পিৎজা, সাদার্ন সি’জ তন্দুরি গানপাউডার প্রন, স্পাইস রাবড মরোক্কান ভেজিস, স্পাইসি পমফ্রেট কোলাপুরি থেচা সহ নানা পদে সাজানো থাকবে মেনু।
কর্নার কোর্টইয়ার্ড
পুজো উপলক্ষে এখানে পাবেন কটেজ চিজ স্টেক, গার্লিক হার্ব রাইস অ্যান্ড ভেজিস, কটেজ চিজ স্টেক স্কিওয়ারস উইথ স্যুইট চিলি স্যস, এন জেড ল্যাম্ব চপ, টেম্পুরা প্রন ইত্যাদি। অফার চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত।
ক্লাব ফেনিসিয়া
এখানকার উৎসবের ভোজের মধ্যে রয়েছে পনির টিক্কা, চিকেন ডাম্পলিংস, কুলি বেগুনি, লোটে মাছের চপ, পাঁচ ফোড়ন সব্জি, কলকাতা চিকেন বিরিয়ানি ইত্যাদি।
সোশ্যাল হাইডআউট
দুর্গাপুজোয় খান বাঙালি খাবার। বাঙালি মাছের কম্বো, ফুলকো লুচি কম্বো এবং বাসন্তী পোলাও কম্বো, মকটেলের মধ্যে ক্র্যানবেরি জুলেপ এবং ডাব মোহিতো।
পিঙ্ক সুগারস
কাফে এবং বেকারি পিঙ্ক সুগারস-এ পাবেন, বুরাটা ক্যাপ্রেস, পিঙ্ক’স মেজে, কোয়াট্রো ফরমাজি ফন্ডু প্ল্যাটার, বিভিন্ন ধরনের বিগ্ল বার্গার, রোজ পিস্তাশিও ট্রেস লেচেজ ইত্যাদি। ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে অফার।
হানি দা ধাবা
এখানে পুজো স্পেশাল মেনুতে রয়েছে উত্তর ভারতের জনপ্রিয় ডাল মাখানি উইথ বাটার নান, মাটন সাগ, কাশ্মীরি আলুর দম, বাটার চিকেন, সঙ্গে শেফস স্পেশাল কাবাব। ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর দুপুর ১২টা থেকে ভোর ৫টা অবধি খোলা রেস্তরাঁ। দু’জনের জন্য খাবার খরচ ১০০০ টাকা, কর অতিরিক্ত।
ওয়্যারহাউস ক্যাফে
গ্লোবাল কুইজিন রেস্ট্রো বার পুজোর স্পেশাল মেনু চালু করেছে, যেখানে নিউক্লিয়ার নান, ব্যাং ব্যাং পর্ক চিলি, কিমা ঘোটালা করারি রোটি এবং কষা মাংস সিগার রোল রয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর, দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত চলবে এই অফার। দু’জনের খাওয়ার খরচ ২৫০০ টাকা, কর অতিরিক্ত।
ভেনেটো বার অ্যান্ড কিচেন
উৎসবের বিশেষ আ লা কার্ট মেনুতে রয়েছে ইটালিয়ান স্বাদের মেনু। রয়েছে পিস ই পেতান্তে, ফেট্টুসিন ইন বাটারি প্রন, ম্যাঙ্গো চিজকেক, ভেনেটো সি ফুড প্ল্যাটার, শেফ স্পেশাল মিট লাভার পিৎজা, সিগনেচার ককটেল। ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর, সকাল ১১টা-১২টা পর্যন্ত চলবে এই অফার। দু’জনের খাওয়ার খরচ ২০০০ টাকা, কর অতিরিক্ত।
শিশা
এই রেস্তরাঁয় পুজোর স্পেশাল মেনুতে পাবেন আচারি পনির টিক্কা, মেডিটেরেনিয়ান প্ল্যাটার, ক্রিস্পি টেম্পুরা বেবি কর্নের মতো পদ। লিট বা লং আইল্যান্ড আইস টি, ট্রিপল সেকেন্ড, কোলা স্প্ল্যাশ ইত্যাদি নানা লোভনীয় পানীয়। এই মেনু পাবেন মাত্র ৬৯ টাকায়। ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর, সময় দুপুর ৩টে থেকে রাত ২টো পর্যন্ত পাবেন রকমারি সুস্বাদু খাবার। তাতে বিদেশি স্বাদ যেমন থাকবে তেমনই থাকবে দেশি বিভিন্ন পদও।
ফ্যাক্টরি আউটলেট
এই রেস্তরাঁয় পুজো স্পেশাল পানীয়র মেনুতে পাবেন রিফ্রেশ ককটেল, লিট বা লং আইল্যান্ড আইসড টি, ক্যারেবিয়ান বিচ টি, সিনামন অ্যাপল শাওয়ার, জিঞ্জার পিচ মিন্ট স্ম্যাশ। এছাড়াও বিভিন্ন ধরনের খাবারও পাবেন। সেইসব পদের মধ্যে থাকছে চিকেন টিক্কা, পনির টিক্কা, মাটন কাবাবের মতো পদ। দু’জনের খাওয়ার খরচ ২০০০ টাকা, কর অতিরিক্ত।