Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

এ এক অদ্ভুত লেনাদেনার সরকার!
পি চিদম্বরম

স্বাভাবিক পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে বহু মানুষ আচরণগতভাবে কেবল লেনদেনে বিশ্বাসী। দুটি মানুষ কিংবা তাদের দুটি গোষ্ঠীর মধ্যে এই লেনদেনের সম্পর্কটা আসলে কী? এটা এইরকম যে, ‘তুমি আমার কোনও উপকার করলে, আমিও তোমার কিছু উপকার করব।’ ইংরেজি কথোপকথনে এটাকে বলা হয় ‘কুইড প্রো কো’। ব্যাপারটা দুই বা ততোধিক ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে কোনও পণ্য বা পরিষেবা বিনিময়ের চুক্তি সম্পাদনের মানসিকতা। অফিসিয়াল সিদ্ধান্তের জন্য ঘুষের লেনদেনও এই গোত্রের কারবার। প্রশ্নপত্র ফাঁসের টাকা দেওয়া-নেওয়াও এই ধরনের একটি লেনদেন। মোদি সরকার লেনদেনের কারবারকে একটা বিশেষ উচ্চতায় নিয়ে গিয়েছে। সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নির্বাচনী বন্ড কেনা হয়েছে অথবা কেনা হবে। নির্বাচনী বন্ড স্কিমের আসল ধান্দাটা কী, সবাই বুঝতে পেরেছে। দেরিতে হলেও সুপ্রিম কোর্ট কিন্তু যথার্থভাবেই পুরো স্কিমটি বাতিল করে দিয়েছে। তবে এত বড় নির্দেশ দিয়েও শীর্ষ আদালত এই স্কিমের গোপন উদ্দেশ্য সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে তাদের সংযম রক্ষা করেছে।
কুর্সি বাঁচাও 
২৩ জুলাই, ২০২৪। মোদির এনডিএ সরকার লেনাদেনার কারবারটিকে একটি নতুন উচ্চতায় ঠেলে নিয়ে গিয়েছে। ২০২৪-২৫ সালের বাজেটের পিছনে মূল যে ‘প্রেরণা’ সক্রিয় তা এককথায়—‘কীভাবে সরকারটাকে বাঁচানো যায়।’  মোদ্দা কথা, এবার নির্মলা সীতারামন সংসদে যে বাজেট পেশ করেছেন তা হল—‘কুর্সি বাঁচাও’ বাজেট। বাজেট রচয়িত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে কাজটি করেছেন তা ক্ষমার অযোগ্য। বাজেট প্রস্তাব নিয়ে নির্মলা সীতারামন এবং তাঁর সচিবদের বাজেট-পরবর্তী ব্যাখ্যা—দুই জোট শরিকের সমর্থন হাসিলের নগ্ন প্রচেষ্টাকেই প্রকট করে দিয়েছে। তেলুগু দেশম পার্টির (টিডিপি) ১৬ এবং জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) ১২ ভোটের বিনিময়ে—দুটি রাজ্যকে যথেচ্ছ উপঢৌকন বিতরণ করা হয়েছে। বিহারকে দেওয়া হয়েছে শিল্প হাব, সংযোগ প্রকল্প এবং বিদ্যুৎ কেন্দ্রগুলির ‘উন্নয়নের জন্য’ বিপুল অর্থ। 
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ পেয়েছে পোলাভরম সেচ প্রকল্প, শিল্প করিডর এবং অনগ্রসর অঞ্চলগুলির জন্য বিপুল আর্থিক অনুদান। সবচেয়ে কৌতূহলোদ্দীপক আশ্বাস এটাই যে, বহিরাগত সহায়তা (এক্সটারনাল অ্যাসিস্ট্যান্স)  ‘দ্রুত’ বা ‘অ্যারেঞ্জড’ করে দেওয়ার খোয়াব দেখানো হয়েছে। 
কেন্দ্রীয় সরকার এবং বিহার ও অন্ধ্রপ্রদেশ—এই তিনের মধ্যে চূড়ান্ত দরকষাকষির রাজনীতির কাছে ‘পরাজয়’ ঘটেছে এবার লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়া রাজ্যগুলির। সংশ্লিষ্ট রাজ্যগুলির সাংসদদের মতে এবার প্রতারণার শিকার হয়েছে—পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র ও পাঞ্জাবের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত দিল্লি। 
যুবরা প্রতারিত 
উপর্যুউক্ত রাজ্যগুলির সঙ্গে, ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণও এই বাজেটকে তাদের পাশে পায়নি। ক্ষতিগ্রস্তদের তালিকার শীর্ষে তরুণ বা যুবরা। বেকারত্ব বাড়ছে এবং বেপরোয়া হয়ে পড়ছে যুবসমাজ। আর্থ-সামাজিকে ক্ষেত্রের বিশেষজ্ঞ সংস্থা সিএমআইই’র মতে, গত জুন মাসে বেকারত্বের সর্বভারতীয় হার ছিল ৯.২ শতাংশ। স্নাতকদের মধ্যে এই শতাংশ হার প্রায় ৪০। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট বলছে, কর্মরতদের মধ্যে মাত্র ২০.৯ শতাংশ নিয়মিত বেতন পেয়ে থাকেন। ব্যাপারটা হাস্যকর হলেও সত্যি যে, সবচেয়ে কম শিক্ষিতদের মধ্যে বেকারত্বও সবচেয়ে কম! বাজেট ভাষণে একটি এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ (ইএলআই) স্কিমের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে যে, ২ কোটি ৯০ লক্ষ যুবক-যুবতীকে চাকরিতে নিয়োগ করার জন্য নিয়োগকর্তাদের আর্থিক ইনসেনটিভ দেবে সরকার। এইভাবে পাঁচ বছরের মধ্যে ২০ লক্ষ তরুণ-তরুণীকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের ব্যবস্থা করা হবে। এছাড়া ১ কোটি যুবক-যুবতীকে দেওয়া হবে ইন্টার্নশিপের সুযোগ। এজন্য চিহ্নিত কোম্পানির সংখ্যা অবশ্য ৫০০ মাত্র!  সুতরাং কর্মসংস্থানের এই বিপুল সংখ্যাটি যে নির্বাচনোত্তর একটি মারাত্মক ‘জুমলা’ই হতে  চলেছে, তার ইঙ্গিত এতে স্পষ্ট।
এই দর কষাকষির মধ্যে কেন্দ্রীয় সরকার এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে ৩০ লক্ষ শূন্যপদের কোনও জায়গা হয়নি, এমনকী কানে আসেনি এই সংক্রান্ত ফিসফিসানিও। এটাও সম্ভব যে বহুচর্চিত প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) স্কিমের বেনিফিট পরিমাপ ছাড়াই কয়েক হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। ফলে এত এত চাকরির গপ্পো নীরবে ভোঁ-ভাঁ হয়ে যেতে পারে। অনাদায়ী শিক্ষাঋণ মকুবের সর্বজনীন দাবির কোনও উল্লেখ দেখিনি। অথচ, এই সমস্যা অসংখ্য পরিবারকে হতাশার কিনারায় ঠেলে দিয়েছে। একজন সৈনিকের সঙ্গে আর-একজন সৈনিকের বৈষম্য সৃষ্টিকারী বহু বিতর্কিত ‘অগ্নিপথ’ প্রকল্পের ভাগ্যে কী আছে? এই বাজেট সেই সম্পর্কেও স্পিকটি নট! 
গরিবরা প্রতারিত 
এই বাজেটে অন্য যে বড় অংশের মানুষ নিজেদের প্রতারিত বলে মনে করছে, তারা নিঃসন্দেহে দরিদ্র। স্পষ্টতই, নীতি আয়োগের সিইও-র মনোভাবই শেয়ার করেছেন অর্থমন্ত্রী নির্মলা দেবী—দুর্ভাবনার কিছু নেই, ভারতে গরিব মোট জনসংখ্যার ৫ শতাংশের বেশি নাও হতে পারে। অথচ বর্তমান মূল্যে বা নমিনাল প্রাইসে সরকারের তরফে যে গৃহস্থালি ভোগব্যয় জরিপের (এইচসিইএস) ফলাফল প্রকাশ করা হয়েছে তা রীতিমতো উদ্বেগজনক। তাতে বলা হয়েছে—দেশে মাসিক মাথাপিছু ব্যয়ের (এমপিসিই) ‘মিডিয়ান’ গ্রামীণ এলাকায় ৩,০৯৪ টাকা এবং শহুরে এলাকায় ৪,৯৬৩ টাকা। তার মানে ভারতের ৭১ কোটি মানুষের দৈনিক আয় মাত্র ১০০-১৫০ টাকা বা তারও কম।  আমরা যদি সূক্ষ্ম বিশ্লেষণের দৃষ্টিতে ছবিটার আরও গভীরে গিয়ে দেখতে চাই, তবে খারাপটাই দেখতে পাব। একেবারে নীচের দিকের ২০ শতাংশ মানুষ বেঁচে আছে দৈনিক মাত্র ৭০-১০০ টাকার জোরে। একেবারে তলানিতে যে ১০ শতাংশ মানুষ, তাদের কী হাল? তাদের দৈনিক খরচের ক্ষমতা ৬০-৯০ টাকা মাত্র! মোদি সরকার এবার বলুক, তারা গরিব নাকি অন্য কিছু?
অর্থমন্ত্রী জনগণকে আশ্বস্ত করেছেন এই বলে যে— 
• বর্তমান মুদ্রাস্ফীতি—নিম্ন, স্থিতিশীল এবং ৪ শতাংশ লক্ষ্যমাত্রার দিকে এগচ্ছে। 
• নতুন কর ব্যবস্থায় একজন বেতনভোগী এবং পেনশনভোগী ১৭,৫০০ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স রিলিফ পাবেন।  
জনসংখ্যার নীচের দিকের ৫০ শতাংশ বা ৭১ কোটি মানুষ না বেতনভোগী কর্মচারী, না তাঁরা সরকারি পেনশনভোগী। এই বিপুল সংখ্যক নাগরিকের জন্য অর্থমন্ত্রী তো সামান্যতম চিন্তাও করললেন না! তাঁরাও জিএসটি’র মতো পরোক্ষ করের আকারে সরকারকে নিয়মিত কর প্রদান করেন। দেশে দিনমজুর বা অস্থায়ী শ্রমিক প্রায় ৩০ কোটি। ছ’বছর যাবৎ তাঁদের প্রকৃত মজুরির কোনও বৃদ্ধি ঘটেনি, অগ্নিমূল্যর বাজারে সেই তিমিরেই পড়ে রয়েছে তাঁদের আয়পত্তর। 
গরিব মানুষকে একটু সুরাহা দেওয়ার উপায় রয়েছে। সব ধরনের কাজের জন্য ন্যূনতম মজুরি (মনরেগার অধীনে কাজসহ) দৈনিক ৪০০ টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে। এজন্য মনরেগা তহবিলে পর্যাপ্ত পরিমাণে অর্থ বরাদ্দ বাড়াতে হবে। তাহলে এই কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে বার্ষিক কাজের দিনের গড় সংখ্যা বাড়ানো যাবে। এখন তো বছরে মাথাপিছু গড়ে বড় জোর ৫০ দিন কাজ দেওয়া হয়। অথচ, সংশ্লিষ্ট আইনে মনরেগায় বছরে ১০০ দিনের কাজের নিশ্চয়তা রয়েছে। সরকার আন্তরিক হলে বছরে মাথাপিছু ১০০ দিনের কাছাকাছি কাজের ব্যবস্থা হতেই পারে। এছাড়া মুদ্রাস্ফীতির সমস্যাটির মোকাবিলা করা যেতে পারে আরও গুরুত্বসহকারে। 
প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর মনে রাখা উচিত যে, অন্যান্য নাগরিকদের মধ্যে যুবক-যুবতী এবং গরিবদের হাতে একটি মারাত্মক ‘অস্ত্র’ রয়েছে—তার নাম হল ভোট। এবারের লোকসভা নির্বাচনেই কিন্তু তাঁরা বিজেপিকে বেশ কঠোরভাবে সতর্ক করেছেন। অতিসম্প্রতি অনুষ্ঠিত ১৩ আসনের উপনির্বাচনেও বিজেপিকে জোরসে থাপ্পড় কষিয়েছেন তাঁরা। মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডে বিধানসভার নির্বাচন কিন্তু ঘাড়ের কাছে নিশ্বাস ফেলতে শুরু করেছে। ২০২৫ সালে নির্বাচনের আসর আছে আরও অধিক সংখ্যক। যুব সমাজ এবং গরিব মানুষজন ভুলে যাবেন না যে ২৩ জুলাই, ২০২৪ তারিখে মোদি সরকার তাঁদের সঙ্গে প্রতারণাই করেছিল। 
• লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত
29th  July, 2024
বেকারত্ব কমাতে মোদি কিছুই করেননি
পি চিদম্বরম

খুব খুশি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সম্পূর্ণ ভাষণ আমি ইংরেজিতে পড়তে পেরেছি। এজন্য ইকনমিক টাইমস কাগজকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন হিন্দিতে। আমার ধারণা, ওই কাগজে প্রকাশিত অনুবাদটি যথাযথই ছিল।
বিশদ

বড় ধাক্কা খেতে চলেছেন নরেন্দ্র মোদি
হিমাংশু সিংহ

হিসেব কিছুতেই মিলছে না প্রধানমন্ত্রীর। তৃতীয়বার শপথ নেওয়া ইস্তক কী দেশে, কী বিদেশে। যত মিলছে না, ততই পাল্লা দিয়ে বাড়ছে টেনশন ও সঙ্কট। সেই কারণেই উৎসব মরশুম শুরুর আগে নরেন্দ্র মোদির রাতের ঘুম উধাও। দশ বছর পর কাশ্মীরে বিধানসভা ভোট। বিশদ

08th  September, 2024
প্রতিবাদ যেন ‘শোকের উৎসব’ না হয়
তন্ময় মল্লিক

আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই চলছে আন্দোলন। বিচারের দাবিতে আন্দোলনে শামিল সর্বস্তরের মানুষ। এমনকী অভয়ার বাবা, মাও। পৈশাচিক ঘটনার দ্রুত বিচার চাইছে বাংলা। জাস্টিস দেওয়ার দায়িত্ব এখন সিবিআইয়ের। বিশদ

07th  September, 2024
দুই সমাজের দূরত্ব কমুক
সমৃদ্ধ দত্ত

সমাজে দুটি শ্রেণি আছে। একটি অংশের পরিবারে নবজাতক অথবা বালক বালিকাদের নাম আজও দেওয়া হয় চাঁপা, জবা, শেফালি, বকুল, কনক, মালতী, লতিকা, রতন, সনাতন, বিজয়, অমল, কানাই, কাশীনাথ, শম্ভুচন্দ্র, নিবারণ, উত্তম, সুবল...ইত্যাদি। বিশদ

06th  September, 2024
ধর্ম আগে, নাকি দেশ? জানে না বাংলাদেশ
মৃণালকান্তি দাস

ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ‘বাংলাদেশ পলিসি ডিসকোর্সের (বিপিডি)’ ব্যানারে। ১ সেপ্টেম্বর সেই আলোচনা সভার শিরোনাম ছিল ‘পিলখানা হত্যাকাণ্ড: হাসিনা ও ভারতের ষড়যন্ত্র’। তবে এই শিরোনামের উপর আলোচনা হয়েছে সামান্যই। বিশদ

05th  September, 2024
নীতিহীন সমাজে নৈতিকতার আস্ফালন
সন্দীপন বিশ্বাস

একটি মেয়ে আত্মহত্যা করেছে। তার পাশে একটি ডায়েরি পাওয়া যায়।  সেই কেসের তদন্তে পদ্মপুকুর থানা থেকে আসেন সাব ইনসপেক্টর তিনকড়ি হালদার। চন্দ্রমাধব সেনের অভিজাত পরিবারের কেউ কেউ অসহায় মেয়েটির আত্মহত্যার ঘটনার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত কি না, তারই তদন্তে এসেছেন তিনকড়ি। বিশদ

04th  September, 2024
পুজোয় গরিবের পেটে লাথি মারাটা জাস্টিস তো?
শান্তনু দত্তগুপ্ত

আশ্বিন এলেই বিমল বাদ্যকর ঢাকটাকে নামিয়ে ঝেড়েঝুড়ে রোদে দিয়ে রাখেন। সবার আগে বেশ কিছুক্ষণ ওটির গায়ে হাত বোলান। ঠিক সন্তানের মতো। আগে এই ঢাকই যে ছিল তাঁর অন্নদাতা। সময় বদলেছে। পুজোর কয়েকটা দিন বাদে ঢাক মাচার উপরই বেঁধে রাখা থাকে। বিশদ

03rd  September, 2024
পেনশন নিয়ে দোলাচলে কেন্দ্র, রাজ্য, দল
পি চিদম্বরম

পেনশনের প্রশ্নে, কেন্দ্রের শাসক দলসহ সমস্ত রাজনৈতিক দল এবং মুখ্যমন্ত্রীরা মহা ফ্যাসাদে পড়েছেন।  ভারতের একটি নির্দিষ্ট বয়সের সকল নাগরিক পেনশন পান না। একজন নাগরিকের জন্য পেনশন প্রদানের নিশ্চয়তা দেয় ভারতে এমন কোনও সামাজিক সুরক্ষা প্রকল্প নেই।
বিশদ

02nd  September, 2024
বিচার ছেড়ে লাশের রাজনীতি কি অভয়ার প্রাপ্য!
হিমাংশু সিংহ

শুরু থেকেই যে আশঙ্কাটা করছিলাম তাই সত্যি হল। এখন খুন হওয়া চিকিৎসকের বাবা-মাও বোধকরি একমাত্র কন্যার মৃত্যু নিয়ে এই রাজনীতিতে অনুতপ্ত। কারণ একটাই, তাঁদের বিচারের দাবি পথ হারিয়েছে রাজনীতির কর্দমাক্ত কানাগলিতে। লাঠি, আগুন আর অশান্তির ত্র্যহস্পর্শে। বিশদ

01st  September, 2024
‘জাস্টিস চাই’ দাবির আড়ালে...
তন্ময় মল্লিক

‘নেমে গেলেই তো হল না। সবাই নামছে তো। আমরা আছি। নেমে কেওস না হয়ে যায়। হিতে বিপরীত হয়ে গেলে তো হবে না। কেউ যদি ভাবে এটার সুযোগ নেবে, সুযোগ নিতে পারে।’ কথাগুলি অরিজিৎ সিংয়ের। প্রসঙ্গ আর জি কর। বিশদ

31st  August, 2024
প্রতিবাদের আগুনে এবার নিজেকেও বদলান
সমৃদ্ধ দত্ত

কোনও একটি ঘটনার প্রেক্ষিতে পারিপার্শ্বিক সমাজ এবং সোশ্যাল মিডিয়ার জগতে প্রবেশ করলে জানতে পারি সকলেই শুভবুদ্ধিসম্পন্ন।  প্রত্যেকেই ন্যায়বিচারের পক্ষে। প্রত্যেক নারী পুরুষ সৎ। সকলেই নিজেদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ যোগ্য এবং প্রশংসিত। বিশদ

30th  August, 2024
আমাদের আরও ‘অ্যানিম্যাল’ চাই!
মৃণালকান্তি দাস

সম্প্রতি সাংবাদিক গীতা পাণ্ডের একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বিবিসিতে। যেখানে লেখিকা প্রশ্ন তুলেছিলেন, বলিউডের সিনেমা আজও কেন ‘পুরুষতান্ত্রিক’। তিনি মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস বা টিআইএসএস-এর একটি গবেষণা তুলে এনেছিলেন। বিশদ

29th  August, 2024
একনজরে
কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের অধীনে পুজোগুলির মোট বাজেট এবার ধরা হয়েছে প্রায় সাত লক্ষ টাকা। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মন্দিরগুলিতে। জেলায় দুর্গাপুজোর প্রধান ...

পেরিয়ে গিয়েছে আড়াই বছরের বেশি সময়। তবুও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেন থামার নাম নিচ্ছে না। দু’পক্ষের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ...

খাদ্যশস্য প্যাকেজিংয়ের জন্য সরকারি সংস্থাগুলিকে চটের বস্তা ব্যবহারেই অগ্রাধিকার দিতে হবে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক এমনটাই জানিয়ে দিয়েছে। ...

রবিবার সকালে বর্ধমানের সরাইটিকরে ভাড়াবাড়ি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম মিতা সামন্ত(৩৫)। তাঁর বাড়ি হুগলির খানাকুল থানার মালঞ্চ গ্রামে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শিল্পকর্মে সাফল্য, সুনাম ও উপার্জন বৃদ্ধি। ব্যবসায় অগ্রগতি। মানসিক অস্থিরতা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৯১: প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামানুসারে আমেরিকার রাজধানীর নামকরণ হয় ওয়াশিংটন ডিসি।
১৮৫০: ৩১তম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়।
১৮৫০: আধুনিক হিন্দি সাহিত্যের জনক কবি ও নাট্যকার ‘ভারতেন্দু’ হরিশ্চন্দ্রর জন্ম
১৮৮২: ঔপন্যাসিক অনুরূপা দেবীর জন্ম
১৯২০: আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়
১৯২০: সাহিত্যিক তথা সাংবাদিক সন্তোষকুমার ঘোষের জন্ম
১৯৪১: মার্কিন প্রোগ্রামার তথা কম্পিটার বিজ্ঞানী এবং ‘সি’ প্রোগ্রামিং ভাষার জনক ডেনিস রিচির জন্ম
১৯৬৭: অভিনেতা অক্ষয় কুমারের জন্ম
১৯৭৬: চীনের কমিউনিস্ট নেতা মাও সে তুংয়ের মৃত্যু
১৯৮৯: মহিলা কবি  রাধারাণী দেবীর মৃত্যু
২০১৪: বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১৩ টাকা ৮৪.৮৭ টাকা
পাউন্ড ১০৮.৩২ টাকা ১১১.৮৭ টাকা
ইউরো ৯১.২৫ টাকা ৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  September, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
08th  September, 2024

দিন পঞ্জিকা

২৪ ভাদ্র, ১৪৩১, সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪। ষষ্ঠী ৪১/১৩ রাত্রি ৯/৫৪। বিশাখা নক্ষত্র ৩১/৩৮ সন্ধ্যা ৬/৪। সূর্যোদয় ৫/১৫/৭, সূর্যাস্ত ৫/৪২/৫১। অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে পুনঃ ১০/১৯ গতে ১২/৪৭ মধ্যে। রাত্রি ৬/২৯ গতে ৮/৫০ মধ্যে পুনঃ ১১/১০ গতে ২/১৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/১৪ গতে ৪/৫৩ মধ্যে। বারবেলা ৬/৫৮ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ২/৩৭ গতে ৪/৯ মধ্যে। কালরাত্রি ১০/৬ গতে ১১/৩৪ মধ্যে। 
২৩ ভাদ্র, ১৪৩১, সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪। ষষ্ঠী অপরাহ্ন ৫/১৪। বিশাখা নক্ষত্র দিবা ৩/৪। সূর্যোদয় ৫/২৪, সূর্যাস্ত ৫/৪৬। অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১১/৪৭ মধ্যে এবং রাত্রি ৬/২৯ গতে ৮/৪৯ মধ্যে ও ১১/১০ গতে ২/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/১৪ গতে ৪/৫৩ মধ্যে। কালবেলা ৬/৫৭ গতে ৮/৩০ মধ্যে ও ২/৪০ গতে ৪/১৩ মধ্যে। কালরাত্রি ১০/৮ গতে ১১/৩৫ মধ্যে। 
৫ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আর জি কর কাণ্ড: মালদহের ইংলিশবাজারে অভিনব রাত দখল কর্মসূচি

08-09-2024 - 11:01:51 PM

ফরাক্কার অর্জুনপুর বাজারে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ

08-09-2024 - 10:49:37 PM

আর জি কর কাণ্ড: জাতীয় পতাকা নিয়ে শ্যামবাজারে প্রতিবাদ মিছিল

08-09-2024 - 10:20:16 PM

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টিম ঘোষণা
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা করল টিম ইন্ডিয়া।  ব্রিগেডে ...বিশদ

08-09-2024 - 10:08:14 PM

ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজস্থানের আজমীর

08-09-2024 - 09:54:49 PM

আর জি কর কাণ্ড: আসানসোলের নাগরিকবৃন্দের একাংশের রাত দখল কর্মসূচি

08-09-2024 - 09:32:36 PM