কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ
কে দিচ্ছে এমন সব পৈশাচিক দণ্ড! কে আবার? সংশ্লিষ্টের জমিবাড়ি সম্পত্তি হাতাতে হতভাগ্যেরই চেনাশোনা কেউ—সে আত্মীয়পরিজন হতে পারে বা পরিবারের ঘনিষ্ঠ বাইরের লোক, বা তাদের কারও প্ররোচনায় কোনও জমি-হাঙর প্রমোটার বা বাড়িতে কাজ করে যাওয়া রাজমিস্ত্রি কি নিত্যদিনের ঠিকে কাজের মেয়ে-পুরুষ সাফাইওয়ালা, দারোয়ান কি ইস্ত্রিওয়ালা—যে কেউ! যে সুযোগ পাচ্ছে সে-ই দণ্ড দিতে ঝাঁপিয়ে পড়ছে! অথচ, মজার ব্যাপারটা এই যে, এদের কাউকেই ওইসব নিহত প্রবীণেরা কোনওদিন সন্দেহভাজনের তালিকায় রাখেননি, বরং গভীর আস্থায় হয়তো তাদের কাউকে কাউকে একান্ত আপনজন ভেবে বলে ফেলেছেন পারিবারিক গোপন কথা, জমিজমা, সম্পত্তির মান-পরিমাণের খবর। ব্যাস! আর যায় কোথায়! অপরাধী মন ছক কষতে শুরু করে দিয়েছে আর সেইসঙ্গেই শুরু হয়ে গিয়েছে সংশ্লিষ্ট প্রবীণ দম্পতি কি একাকী প্রৌঢ় কি অশক্ত কোনও বৃদ্ধ-বৃদ্ধার অন্তিম দিনগোনা, তাঁদের জন্য এক নারকীয় পরিণতির গোপন আয়োজন উদযোগ! পরিকল্পনা এমন সুচতুর এবং সাজানো-গোছানো যে, অতি পরিচিত হলেও আততায়ীর অভিসন্ধিও ঘুণাক্ষরে টের পাচ্ছেন না টার্গেট প্রবীণ প্রৌঢ়রা! যখন তা পাচ্ছেন তখন মরণদূত তার যাবতীয় বীভৎসা এবং কষ্টযন্ত্রণা নিয়ে চৌকাঠে এসে দাঁড়িয়েছে! তার কাছে অসহায় আত্মসমর্পণ ছাড়া তখন ওই প্রবীণ প্রৌঢ়দের আর কিছুই করার থাকছে না।
বুধবারের খবরের কাগজে এমন পৈশাচিকতার একাধিক ঘটনা পড়তে পড়তে তাই ওই প্রশ্নটাই মন উঠে এল, বিঁধল বুকে—তাহলে কি কলকাতা প্রবীণদের জন্য ক্রমশ ক্রমশ আরও বিপজ্জনক হয়ে উঠছে?! নাহলে একদিনে একজোড়া দম্পতির খুনের ঘটনা উঠে আসে কাগজের পাতায়! নাহলে বেহালার শিশিরবাগানের বৃদ্ধা শুভ্রা ঘোষদস্তিদার, কড়েয়ার বিশ্বজিৎ বসু, লেক থানা এলাকার শ্যামলী ঘোষের মতো প্রৌঢ় প্রবীণেরা পরের পর এভাবে এমন নৃশংসভাবে খুন হয়ে যান! গত বুধবার যে দুই দম্পতির মর্মান্তিক পরিণতির কথা খবরের কাগজে ছাপা হয়েছে তাঁদের এক পক্ষ থাকতেন দক্ষিণ কলকাতার নেতাজিনগরে নিজের বাড়িতে এবং অন্য দু’জন ছিলেন নরেন্দ্রপুর পঞ্চায়েত এলাকায় একটি বাগানবাড়িতে! নেতাজিনগরে খুনের পরদিন সকালে কলের মিস্ত্রি এসে নিহত দুই প্রবীণ দিলীপ ও স্বপ্না মুখোপাধ্যায়ের নিথর দেহ আবিষ্কার করে। পরে পুলিস এসে দেহ নিয়ে যায়। আর নরেন্দ্রপুরে প্রৌঢ় প্রদীপ ও আলপনা বিশ্বাসের পচাগলা দেহ উদ্ধার হয় খুনের বেশ কিছুদিন পরে! পুলিস এই দুই খুনের ঘটনাতেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, হয়তো আগামী দিনে খুনিও ধরা পড়বে। নাও পড়তে পারে। যেমন বেহালা শিশিরবাগানের খুনি এখনও অধরা, কড়েয়ার বিশ্বজিৎ খুনেরও কিনারা হয়নি। তবে, ফ্ল্যাট হাতাতে লেক থানায় খুন শ্যামলীদেবীর আততায়ী কিন্তু ধরা পড়েছে, খুনের কিনারাও হয়েছে।
কিন্তু, সেটুকুতে কি আজ শহর মহানগর থেকে গ্রাম পঞ্চায়েত কোথাও একা বসবাসকারী প্রবীণ-প্রবীণা, প্রৌঢ়-প্রৌঢ়ারা আর আশ্বস্ত হতে পারছেন? জমি, বাড়ি, ফ্ল্যাট, সম্পত্তি, টাকাকড়ির জন্য লোভ যেভাবে বাড়ছে আর সেই লোভে নরকের কীটেরা যেভাবে সাধারণ গৃহস্থের বাড়িতে হানা দিয়ে অনর্থ ঘটাচ্ছে, নির্মমভাবে খুন করে দিচ্ছে, আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে, যেভাবে পশুর মাংসকাটা কসাইদের লাগানো বাড়ছে এইসব খুনে, কেটে খণ্ডখণ্ড করে ব্যাগে পুরে যেভাবে দেহ লোপাটের চল শুরু হয়েছে, তাতে বৃদ্ধবৃদ্ধা কেন, কোনও মানুষই কি নিশ্চিন্তবোধ করতে পারেন!? পারেন না। এবং পারেন যে না সেটা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগই প্রমাণ করেছে গত বুধবার। সেদিন নবান্নে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এভাবে খুন করে জমি, বাড়ি, সম্পত্তি হাতানো যাবে না। যারা তা করতে যাবে পুলিস-প্রশাসন তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।
শুধু তাই নয়, রাজ্যের প্রবীণদের আশ্বস্ত করে তিনি বলেছেন তাঁর সরকার প্রবীণদের নিরাপত্তায় গাফিলতিও কোনওভাবেই বরদাস্ত করবে না। বৃদ্ধবৃদ্ধার নিঃসঙ্গতা অসহায়তার সুযোগ নিয়ে কোনও প্রমোটার বা দুর্বুদ্ধি যদি চাপ দিয়ে জমিবাড়ি কব্জা করতে চায় তাহলেও কঠিন কঠোর পদক্ষেপ করবে পুলিস ও সংশ্লিষ্ট প্রশাসন। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে কিছুটা হলেও হয়তো কলকাতা সহ রাজ্যের বয়স্কমহলে নিরাপত্তা নিয়ে বিশ্বাস ফিরবে।
অবশ্য, প্রবীণদের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী এর আগেও সচেষ্ট হয়েছেন এবং তার ফলশ্রুতিতেই ‘প্রণাম’ বলে একটি প্রবীণ সেবা প্রকল্প অনেকদিন হল সক্রিয়। তাতে ১৪ হাজারের মতো প্রবীণ-প্রবীণা নথিভুক্ত। কিন্তু, কলকাতাতেই আজ নাকি বৃদ্ধ-বৃদ্ধার সংখ্যা তিন লাখ ছাড়িয়ে আর রাজ্যে সংখ্যাটা পৌনে এক কোটির কাছাকাছি। সুতরাং বোঝাই যাচ্ছে সামগ্রিকভাবে যদি প্রবীণ মানুষজনের নিরাপত্তার ব্যবস্থা করতে হয় তবে আরও বড় পরিকাঠামো এবং আধুনিক প্রযুক্তি লাগবে। এবার মহানগর-শহর-শহরতলির প্রবীণদের নাম, ঠিকানা ইত্যাদি যাবতীয় তথ্য নিয়ে একটি ভাণ্ডার অর্থাৎ ডেটা-বেস গড়ে তোলার উদ্যোগ সেই লক্ষ্যেই মমতা সরকারের আরও একটি সময়োচিত পদক্ষেপ সন্দেহ নেই। তথ্যভিজ্ঞজনেদের মতে, প্রবীণদের জন্য ওই তথ্যভাণ্ডার তৈরি হলে পুলিস-প্রশাসনের পক্ষে নজরদারি যেমন সহজ হবে, তেমনি কোনও সমস্যা হলেও সংশ্লিষ্ট প্রবীণ-প্রবীণার নিকট আত্মীয়ের সঙ্গে যোগাযোগেও বিশেষ সুবিধা হবে।
কিন্তু, কথা হল—কেবল নিরাপত্তা আঁটোসাঁটে করেই কি রাজ্যের প্রবীণদের এই ঘৃণ্য পিশাচদের আক্রমণ থেকে রক্ষা করা যাবে? সমাজবিজ্ঞানীরা কী বলবেন জানি না, তবে আমাদের মনে হয়—যতক্ষণ না মানুষজন, বিশেষত বয়স্ক নাগরিক তাঁদের নিরাপত্তার ব্যাপারে আরও সচেতন হবেন, আপন আপন বিষয়সম্পত্তির খোঁজখবর কারও কাছে প্রকাশের আগে সতর্ক হবেন, ঘরে ঘরে সিসিটিভি’র ব্যবহার বাড়বে ততক্ষণ বিপদের ভয়টা থেকেই যাবে। কারণ, সরকার যত ব্যবস্থাই নিন, জনে জনে নিরাপত্তা দেওয়া তো সম্ভব নয়। সরকারি নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিতেও প্রবীণ নাগরিকদের কিছু ভূমিকা থেকে যায়, যেমন বাড়িতে পরিচারিকা থাকলে তার সম্বন্ধে থানায় তথ্য ছবি দিয়ে রাখা ইত্যাদি।
আসলে, যেদিন থেকে আমরা গোটা বিশ্বের সঙ্গে মিলেমিশে গেছি, হাতের মুঠোয় পেয়ে গেছি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভোগের চমকদার উপকরণ ও উপায়, যেদিন থেকে সরাসরি আমাদের চোখে মনে মায়াজাল ছড়াতে শুরু করেছে সেদিন থেকে আমাদের লোভ মাত্রাছাড়া হয়ে উঠেছে। সেই লোভ মেটাতে টাকা জোগাড়ে কেউ উদয়াস্ত খাটছে, আর কেউ এভাবে মেরেধরে পরের কষ্টার্জিত হাতিয়ে নিতে লেগেছে। প্রমোটারির মতো কাঁচা টাকার বাণিজ্য গেড়ে বসার পর পরের জমি, বাড়ি, ধনসম্পদ হাতিয়ে নেওয়ার চক্র দিন দিন আরও সক্রিয় হয়েছে। খুন করে লাশ গুম করে কি আত্মহত্যায় বাধ্য করে সাধারণ নিরীহের সবকিছু কেড়েকুড়ে নেওয়ার ভয়াবহ কাণ্ডকারখানার রমরমা দেখা দিয়েছে। আজ সেজন্য একদিকে স্নেহ, মায়া, দয়ার যেমন আকাল পড়েছে, তেমনি বিশ্বাস করাটা হয়ে উঠেছে রীতিমতো বিপজ্জনক। একটু মন খুলে কথা বলা বা বিপদে-আপদে সহযোগিতা চাওয়া অনেক ক্ষেত্রেই হয়ে উঠছে মারাত্মক প্রাণঘাতী।
বিগত বেশ কিছু বছর ধরে, বলা ভালো নতুন শতাব্দীর শুরু থেকেই পরিস্থিতি এমন নেতিবাচক বিপন্নতার দিকে মোড় নিয়েছে। দিনের পর দিন সেই বিপন্নতা বেড়েই চলেছে। নানান সতর্কতামূলক ব্যবস্থা নিয়েও সামলানো যাচ্ছে না। ফেরানো যাচ্ছে না আস্থা, বিশ্বাস, ভালোবাসার সেই পুরনো জগৎ। আর সেজন্যই বাড়ছে প্রতারণা, হিংসা, বাড়ছে গুমখুন গণপ্রহারে খুনের ঘটনা এবং অবশ্যই ঘরে-বাইরে বয়স্ক নাগরিকের নির্যাতন নিগ্রহ নির্মম হত্যা। এই নির্বিবেক ভয়াবহতার হাত থেকে কবে মুক্তি মিলবে সেই চিন্তাতেই এখন আকুল বাংলা, বাংলার বয়স্ক নাগরিক সমাজ। উপায় কী!