কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ
রবিবার রাতে চেতলার বস্তি থেকে টালিগঞ্জ থানায় চড়াও হওয়ার আগে অভিযুক্তরা শহরের একাধিক টিভি চ্যানেলে ফোন করে সাংবাদিকদের ডাকে। টিভি ক্যামেরার সামনে সাংবাদিকদের উপস্থিতিতে ওই রাতে টালিগঞ্জ থানায় হামলা হয়। এই হামলার তদন্তে নেমে কলকাতা পুলিস সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখে পলাতক অভিযুক্তদের একে একে চিহ্নিত করার কাজ শুরু করেছে।
এভাবেই তদন্তকারী অফিসার চেতলার আকাশ, রণজয়, গুল্লুকে চিহ্নিত করেছেন। স্বাভাবিকভাবে টিভিতে প্রচারিত ছবি দেখে পুলিস একে একে তাদের গ্রেপ্তার করছে দেখে, অবশেষে নিজেদের ভুল বুঝতে পেরেছে ধৃতরা। তাই পুলিসের সামনে আক্ষেপ করে ধৃতরা বলেছে, পুলিস তো আর মিডিয়াকে ডাকেনি। আমরাই ডেকেছিলাম। কিন্তু কেসটা পুরো উল্টো হয়ে গেল!
ধৃতদের মনে হয়েছে, সেদিন ঘটনাস্থলে সাংবাদিক ও ক্যামেরা না থাকলে এই ঘটনা নিয়ে এত বিতর্ক হতো না। যদিও লালবাজার বলছে, শুধু সাংবাদমাধ্যমের ছবি নয়। সেদিন টালিগঞ্জ থানার একাধিক সিসি ক্যামেরায় হামলার ছবি ধরা পড়েছে। ফলে কোনওদিক থেকেই দুষ্কৃতীদের বাঁচার রাস্তা ছিল না।