কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ
টাবু এর আগেও মীরা নায়ারের সঙ্গে ‘দ্য নেমসেক’ ছবিতে অভিনয় করেছেন। তাই আরও একবার একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে অভিনেত্রী বেশ খুশি। ছবিতে টাবুর চরিত্রে নাম শাহিদা বাঈ। সে একজন যৌনকর্মী। মূলত লতা নামক একটি মেয়ের গল্প। টেলিভিশনের অভিনেত্রী তানিয়া মানিকতালা ছবিতে লতার ভূমিকায় থাকবেন। মা লতার জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজছেন। তাদের কোনও আত্মীয়ের বিয়ের মাধ্যমে মান কাপুরের সঙ্গে লতার আলাপ হয়। মান কাপুর একজন রাজনীতিবিদের ছেলে। সে তার জীবন উপভোগ করতে চায়। শাহিদা বাঈয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় মান কাপুর। এই ত্রয়ীকে নিয়ে গল্প এগতে থাকে।
মীরা নায়ার জানিয়েছেন, ভারতের এইসব অদেখা গল্পগুলো পৃথিবীর সামনে নিয়ে আসতে পেরে তিনি খুবই গর্বিত। পরের মাসে ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা। উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ছবির শ্যুটিং লোকেশন ঠিক করা হয়েছে।