কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ
কার্তিক তো এই মুহূর্তে ‘পতি পত্নী অউর ওহ’ ছবির শ্যুটিং করছেন। তার ফাঁকেই তিনি কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলেন। সেই ছুটিতেই তিনি পৌঁছে গিয়েছেন ব্যাঙ্কক। কারণ সেখানে রয়েছেন সারা। বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নাম্বার ওয়ান’ ছবির শ্যুটিংয়ের জন্য। সোমবার ছিল সারার ২৪তম জন্মদিন। সূত্রের খবর অনুযায়ী, সারা নাকি শ্যুটিং থেকে একদিন ছুটি নিয়েছিলেন। জন্মদিনটি তিনি কার্তিকের সঙ্গে একান্তে কাটাতে চেয়েছিলেন। জন্মদিন মিটে গিয়েছে। এবার কার্তিক দেশে ফিরে কাজ শুরু করবেন। জন্মদিনে সারার সঙ্গে কার্তিক একটি ছবিও পোস্ট করেন। সেখানে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন রাজকুমারী’।
তবে এখানেই থেমে থাকেনি জন্মদিন পালন। সারার জন্মদিন কিন্তু ‘কুলি নাম্বার ওয়ান’-এর শ্যুটিং ফ্লোরেও পালন করা হয়েছে। সেখানেও সকলের মাঝে কেক কেটেছেন সারা। তাঁকে বরুণের কেক খাওয়ানোর ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে।
নিজস্ব প্রতিনিধি