কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হয়েছে। পাকিস্তান প্রশাসনের তরফে সমস্ত ভারতীয় ছবি প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থার মধ্যেই মিকার এই ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনদের গোটা বিষয়টা নিয়ে তীব্র আপত্তি। তাঁরা সোশ্যাল মিডিয়াতে মিকার নাগরিকত্ব বাতিল করারও আবেদন জানিয়েছেন। মিকার অনুগামীরাও হতাশ হয়ে কেউ কেউ লিখেছেন, আপনিও শেষ পর্যন্ত ‘গদ্দার’ হলেন? এই দেশ আপনাকে এত কিছু দিয়েছে। তারপরেও এমনটা করতে পারলেন?
এখানেই শেষ নয়, বলিউডে এই তারকা গায়ককে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বলেও জোরালো দাবি উঠেছে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে অশোক পণ্ডিত কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন, ‘সমস্ত ফিল্ম ফেডারেশন এবং প্রোডিউসারস অ্যাসোশিয়েশনের মিটিংয়ে মিকার বিষয়ে সিদ্ধান্তে নেওয়া হবে। তাঁকে ভারতের সমস্ত প্রফেশনাল কাজ থেকে নিষিদ্ধ করা হতে পারে। তাঁকে পাকিস্তানে গিয়ে কেরিয়ার শুরু করতে হতে পারে। এখানে ওঁর সময় শেষ।’ শোনা যাচ্ছে তিনি গত ৮ আগস্ট এই অনুষ্ঠান করতে গিয়েছিলেন। গত রবিবার ভিডিওটি ভাইরাল হয়।