কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ
যাই হোক, আপাতত বলিউডে এই ছবির সিক্যুয়েল নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, চিত্রনাট্য সম্পূর্ণ প্রস্তুত। নির্মাতারা এই মুহূর্তে অভিনেতা ঠিক করতে ব্যস্ত রয়েছেন। সিক্যুয়েলটি মূলত যৌথ পরিবার এবং দুটি তরুণ জুটির গল্প নিয়ে তৈরি হবে। আগামী বছর শ্যুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে। খুব সম্ভবত ছবির নাম হতে চলেছে ‘বধাই হো ২’। তাহলে আর কী! অপেক্ষা শুরু হোক। তবে প্রথম ছবির প্রত্যেকেই এই ছবিতে থাকছেন কিনা সেই বিষয়ে এখনও সংশয় রয়েছে।