সাংগঠনিক কর্মে বড় সাফল্য পেতে পারেন। উপস্থিত বুদ্ধি আর সাহসের জোরে কার্যোদ্ধার। বিদ্যায় সাফল্য। ... বিশদ
তবে উদ্দেশ্যহীন দেশভ্রমণ ভাল নয়। অনেকে কাজ করে না—ঘুরে ঘুরে বেড়ায়, সেটা কিন্তু কাজে ফাঁকি দেওয়ারই ভাব। তবে ঈশ্বরের সৃষ্টি কত বিরাট, কত বিচিত্র—এটা প্রত্যক্ষ করাও কি কম ভাগ্যের কথা! এই পৃথিবী-ছাড়া ঈশ্বর তো আরও কত পৃথিবী সৃষ্টি করেছেনঃ চন্দ্র, সূর্য, গ্রহ-নক্ষত্র, অনন্ত আকাশমণ্ডল—কত কি। ঈশ্বরের অনন্ত সৃষ্টি! আবার অনন্ত সৃষ্টির অনন্ত রহস্য। বিজ্ঞানীরা বলেন: ‘Within the solar system is the sun, nine planets, 32 moons, 30,000 asteroids, 100 billion comets, innumerable dust specks and gas molecules’. তাই ভেবে দেখ কাণ্ডকারখানাটি কি!’
‘সূর্যের ডায়ামিটার (ব্যাস) কত জান?—৮,৬৪,০০০ মাইল, অর্থাৎ পৃথিবীর চাইতে ১০০ গুণ বড়। সূর্য ক্রমাগতই জ্বলছে,—অসংখ্য বছর ধ’রে, ধর—১০,০০০ লক্ষ বছর। ফ্রেড হয়েল (Fred Hoyle) তাঁর Astronomy-তে এ’সব সংবাদের বিবরণ দিয়েছেন।
‘গ্রহ-নক্ষত্রের কথা যদি বলো, তবে বিজ্ঞানীরা বলেন: ‘Our sun is but an average star among a spiral of 100,000,000,000 light years in diameter and 10,000 light year thick at the centre’.
স্বামী প্রজ্ঞানানন্দের ‘মন ও মানুষ’ (৩য় ভাগ) থেকে