আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
সোদপুরের বাসিন্দা এক ব্যক্তি কিছুদিন আগে তাঁর জায়গায় কোনও ব্যাঙ্কের এটিএম বসানো যায় কি না, সেই ব্যাপারে খোঁজ করছিলেন। সেই সূত্র ধরে রজনীশ অভিযোগকারীকে ফোন করে জানান, তাঁদের কোম্পানি ওই এলাকায় এটিএম বসাবে। এজন্য তাঁর কাছে সত্তর হাজার টাকার প্রসেসিং ফি চাওয়া হয়। অভিযোগকারী তা দিয়েও দেন। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও এটিএম না বসায় পুলিসে অভিযোগ করেন তিনি। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বিহার থেকে।