আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
কয়েক মাস আগেই শিয়ালদহ এলাকা থেকে কয়েকজন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে এসটিএফ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। ধৃতদের জেরা করে জানা যায়, এই আর্মস আসছে বিহার থেকে। সেই রাজ্যের মধুবনীতে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির একাধিক কারখানা গজিয়ে উঠেছে। তার ভিত্তিতে খোঁজখবর করতে গিয়ে একটি কারখানার খোঁজ পায় এসটিএফ। এরপরই কলকাতা এসটিএফের অফিসাররা মধুবনীতে পৌঁছে বিহার পুলিসের সঙ্গে যোগাযোগ করেন। এলাকা রেকি করে তাঁরা দেখে নেন কোথায় এই কারখানা চলছে। তাঁদের নজরে আসে মোটর পার্টসের দোকান সামনে রয়েছে, বাড়ির ভিতরে চলছে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ। এরপরই কলকাতা এসটিএফ ও বিহার পুলিস যৌথভাবে ওই বাড়িতে হানা দেয়। তখন সেখানে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় চারজনকে। উদ্ধার হয় বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম। চারজনকে জেরা করে জানা যায় কাছেই আরও একটি কারখানা চলছে। সেখানে তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। এই কারখানাতেও সেভেন এমএম পিস্তল সহ বিভিন্ন সামগ্রী মিলেছে বলে খবর। উদ্ধার হওয়া এই আগ্নেয়াস্ত্র কলকাতায় পাঠানো হতো বলে ধৃতদের জেরা করে জেনেছেন তদন্তকারীরা।