সংবাদদাতা, বসিরহাট: আবাস যোজনায় ঘর না পেয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শুক্রবার হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগরের ২৩৮ নম্বর বুথ এলাকায়। সেখানকার বাসিন্দারা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, এই এলাকায় প্রায় একশোর কাছাকাছি পরিবার ঘর পায়নি। এমনকী, কয়েকজনের নাম তালিকায় থাকলেও পরে তা কেটে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসে বহুবার জানালেও কোনও কাজ হয়নি। সুন্দরবন লাগোয়া এই এলাকা আইলা, আমফান, বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বারংবার। যে সব খড়ের বাড়ি আছে, যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। অথচ তাঁদের অনেকেই আবাসের ঘর পাননি। তাই তাঁরা একজোট হয়ে এদিন বিক্ষোভ দেখান।
স্থানীয় বাসিন্দা অনুরূপা কয়াল বলেন, বেছে বেছে নেতা-নেত্রীদের আত্মীয়দের নাম আবাস যোজনার তালিকায় তোলা হয়েছে। যাঁরা ঘর পাওয়ার যোগ্য, তাঁদের নাম আবাসের তালিকায় নেই। সেকারণে অবরোধ করে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। যোগ্য ব্যক্তিরা যদি ঘর না পান, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এই বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, যোগ্য সকলেই ঘর পাবেন। এ বিষয়ে প্রশাসনকে লক্ষ্য রাখতে বলব। - নিজস্ব চিত্র