হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ
আবৃত্তি জগতে পার্থ ঘোষ-গৌরী ঘোষ এক অন্যতম সেরা জুটি। রেডিও উপস্থাপক হিসেবেই পথ চলা শুরু করেছিলেন গৌরীদেবী। দীর্ঘদিন যুক্ত ছিলেন আকাশবানীর সঙ্গে। রেডিওর পাশাপাশি অনেক অনুষ্ঠানে পার্থ ঘোষের সঙ্গে জুটি বেঁধে একসঙ্গে কবিতা পাঠ করেছেন। কয়েক দশক ধরে আকাশবানীরও বহু অনুষ্ঠানে এই জুটির আবৃত্তি ছিল শ্রোতাদের কাছে এক বিশেষ আকর্ষণ।
গৌরী ঘোষের মৃত্যুতে শোকের ছায়া সংস্কৃতি মহলে। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি জানান, বিশিষ্ট বাচিক শিল্পী গৌরী ঘোষের প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। তাঁর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিকভাবে সমবেদনা জানিয়ে তিনি বলেন, গৌরী ঘোষের অনবদ্য আবৃত্তি মননশীল শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি দীর্ঘদিন আকাশবানী কলকাতা কেন্দ্রের উপস্থাপিকা-ঘোষিকা হিসাবে কাজ করেছেন। পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সদস্য গৌরী ঘোষকে রাজ্য সরকার ২০১৮ সালে ‘কাজী সব্যসাচী সম্মান’ প্রদান করে। তাঁর প্রয়াণ সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি।