মানসিক অস্থিরতা দেখা দেবে। বন্ধু-বান্ধবদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার। কর্মে একাধিক শুভ যোগাযোগ আসবে। ... বিশদ
কলকাতায় এমন ৬২টি রাস্তা আছে, যেখানে সাইকেল চালানো যায় না। পুলিসের পক্ষ থেকে ওই সব রাস্তায় সাইকেল চালানোর ক্ষেত্রে আপত্তি রয়েছে। সেই সব রাস্তায় সাইকেল চালানো যায় কি না, তা নিয়ে পুলিস কর্তাদের সঙ্গে আলোচনা করবে কেএমডিএ কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী, সাইকেল যাঁরা চালাবেন, তাঁদের হেলমেট পরতে হবে। দিল্লির দূষণের কথা মাথায় রেখেই কলকাতায় দূষণ নিয়ন্ত্রণের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। দূষণ কমাতে পুরনো গাড়ি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গাড়ি কমিয়ে সাইকেল চালানোর উপর জোর দিয়েছে সরকার।
সরকারের শীর্ষস্থানীয় এক অফিসার বলেন, কানাডার রাষ্ট্রপতি সাইকেলে যাতায়াত করেন। বিভিন্ন দেশে সাইকেলের চল রয়েছে। সাইকেল ট্র্যাক তৈরি হলে আমাদের এখানেও অনেকে সাইকেলে যাতায়াত করবেন। নিউটাউনে অ্যাপ ভিত্তিক সাইকেল চালানো শুরু হয়েছে। অনেকে চালাচ্ছেনও। সাইকেলের চল বাড়লে পরিবেশ দূষণও কমবে। তবে এই ট্র্যাকের জন্য দু-তিন মিটার জায়গা লাগবে। রাস্তার ধারে ওই ট্র্যাককে আলাদাভাবে চিহ্নিত করা হবে। কিন্তু শহরের মধ্যে এই ধরনের রাস্তা বের করা খুব কঠিন। তবে ইএম বাইপাসে এই ধরনের ট্র্যাক তৈরি সম্ভব। শহরের বাকি অংশে আর কোথায় করা যায়, তার জন্য রোড ম্যাপ করতে পরামর্শদাতা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে কেএমডিএ সূত্রে জানা গিয়েছে।