একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
মৃতার মা মালতী রানা বলেন, দেওঘরের একটি বেসরকারি হাসপাতালে মেয়ে নার্সের কাছে নিযুক্ত ছিল। পাঁচবছর আগে মেয়ের বিয়ে হয়েছে। তার চারবছরের শিশুসন্তান রয়েছে। সে চাকরিসূত্রে ওখানেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতো। ২১ ডিসেম্বর আমার সঙ্গে ফোনে শেষবারের মতো কথা হয়। তারপর থেকে মেয়ের ফোন সুইচ অফ ছিল। আমরা হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারি, সে বাড়ি আসার জন্য ছুটি নিয়েছে। অনেকদিন ধরে কাজে আসেনি। ওর বাবা শুক্রবার দেওঘর যায়। সেখানে গিয়ে দেখে, ভাড়াঘরে ভেতরে মেয়ের পচাগলা দেহ পড়ে আছে। আমাদের অনুমান, বিউটিকে খুন করা হয়েছে। ওখানকার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।