একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
শুক্রবার রাতে ঝিলু-২ পঞ্চায়েতের দেবুচা গ্রামের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য উজির মল্লিকের বাড়িতে হামলা চালানো হয়। পাশাপাশি তাঁর ভাই নাজির মল্লিকের খামারেও খড়ের পালুইতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এক সাকাতের টোটোয় ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তাঁরই এক ভাইপোর বিরুদ্ধে। অনেকে একে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করলেও পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ঘটনা ঘটে বলে পাল্টা দাবি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উজির সাহেবরা পাঁচ ভাই। প্রত্যেকেই আলাদা বাড়িতে থাকেন। কয়েকদিন ধরেই তাঁরই ভাই মনু মল্লিকের সঙ্গে অশান্তি চলছিল। অভিযোগ, এদিন মনু মল্লিকের ছেলের নেতৃত্বে হামলা চালানো হয়। যদিও পাল্টা প্রাক্তন পঞ্চায়েত সদস্য উজিরের বিরুদ্ধেও মারধরের অভিযোগ ওঠে। উজিরের অনুগামী নাসির মোল্লা বলেন, বিধায়ক গোষ্ঠীর লোকজন হামলা চালিয়েছে। সকালে ব্যাপক বোমাবাজি করা হয়। বাড়িতে ভাঙচুর চালানো হয়। তাতে উজিরের এক ছেলে ও এক মেয়ে জখম হয়। সাকাতের মেয়েও সামান্য জখম হয়।
মঙ্গলকোট থানার পুলিস জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, এটা সম্পূর্ণ পারিবারিক বিবাদ। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। অহেতুক রাজনীতি চাপিয়ে এলাকা গরম করার চেষ্টা করা হচ্ছে।