Bartaman Patrika
দেশ
 

উন্নাওয়ের ঘটনায় সরকারকে নিশানা
করে ট্যুইট প্রিয়াঙ্কার, তোপ সপা’রও

লখনউ, ৫ ডিসেম্বর (পিটিআই): গণধর্ষণের শিকার উন্নাওয়ের এক তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের নিশানা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা। ট্যুইটারে তিনি লেখেন, ‘গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে বলেছিলেন, উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা এখন ভালো হয়েছে। বিজেপি নেতাদের এমন মিথ্যে খবর প্রচার করা উচিত নয়।’ ওই ট্যুইটের সঙ্গে উন্নাওয়ের ঘটনার খবরের ক্লিপিংও জুড়ে দেন তিনি। অন্য একটি ট্যুইটে তিনি নির্যাতিতার দ্রুত আরোগ্য কামনা করে লেখেন, ‘উন্নাওয়ের নির্যাতিতার শারীরিক অবস্থার কথা শুনে খুবই কষ্ট হচ্ছে। ভগবানের কাছে ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’ প্রিয়াঙ্কার ট্যুইটের উত্তরে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে ট্যুইট করেছে উত্তরপ্রদেশ পুলিসও। পুলিস জানিয়েছে, ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে পুলিসে অভিযোগ জানিয়েছিলেন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। গত ২৫ নভেম্বর অভিযুক্ত জামিনে ছাড়া পায়। এদিনের ঘটনার পরই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি, পারিপার্শ্বিক এবং ফরেন্সিক তথ্যপ্রমাণ জোগাড় করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও ওই ট্যুইটে জানিয়েছে পুলিস।
এদিকে, সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের নেতারা এদিন নির্যাতিতার সঙ্গে হাসপাতালে দেখা করতে গেলে তাঁদের আটকে দেওয়া হয়। সপা নেতা তথা বিধান পরিষদের বিরোধী দলনেতা আহমেদ হাসান অভিযোগ করেন, তাঁরা নির্যাতিতার পরিবারকে পাশে থাকার বার্তা দিতেই হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু তাঁদের দেখা করতে দেওয়া হয়নি। পাশাপাশি, আরও এক সপা নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, ‘উন্নাওয়ের ঘটনার নৈতিক দায় স্বীকার করে রাজ্য সরকারের গণ-ইস্তফা দেওয়া উচিত।’ অন্যদিকে, উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু আবার সরাসরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তাঁর সরকারকে নিশানা করে বলেন, ‘দেখে অবাক লাগে, এই ধরনের একের পর এক ন্যক্কারজনক ঘটনা ঘটছে আর বিজেপি সরকার বাহবা কুড়োতেই ব্যস্ত রয়েছে। জেলে থাকা অভিযুক্ত বাইরে এসেই ফের অপরাধ ঘটাল। এখানে জঙ্গলরাজ চলছে। এই রাজ্যে কেউই সুরক্ষিত নয়।’ উন্নাওয়ের ঘটনাটি নিয়ে এদিন রাজ্যসভাতেও কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা তুমুল হট্টগোল করে। যার জেরে প্রায় আধ ঘণ্টা অধিবেশন মুলতুবি রাখতে বাধ্য হন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ।
এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারও উন্নাওয়ের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন। এই ঘটনায় অবিলম্বে কেন্দ্রকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়ে পাওয়ার বলেন, ‘ধর্ষণের অভিযোগকারিণীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করল অভিযুক্তরাই। এই ঘটনায় আমি হতবাক হয়েছি। এখন ওই নির্যাতিতা তরুণী মৃত্যুর সঙ্গে লড়ছে। দোষীরা যদি সঠিক সময়ে শাস্তি পেয়ে যেত, তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত।’ একই দাবি করেছেন আরও এক এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেলও। অন্যদিকে, এই ঘটনার প্রতিক্রিয়ায় বিরূপ মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করলেন রাজ্যের মন্ত্রী রণবেন্দ্র প্রতাপ সিং। এদিন তিনি দাবি করেন, স্বয়ং ভগবান রামও ১০০ শতাংশ অপরাধ-মুক্ত সমাজের গ্যারান্টি দিতে পারবেন না। তাঁর কথায়, ‘সমাজ থাকলে অপরাধও থাকবে। ভগবান রামও অপরাধমুক্ত সমাজের গ্যারান্টি দিতে পারবেন না।’

06th  December, 2019
আবার উন্নাও, জামিন পেয়েই রাস্তায়
ধর্ষিতাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা
গায়ে আগুন নিয়ে ছুটলেন ১ কিমি

লখনউ, ৫ ডিসেম্বর: দিনেদুপুরে রাস্তা দিয়ে ছুটছেন বছর তেইশের এক তরুণী। সর্বাঙ্গে জ্বলছে আগুন। সাহায্যের জন্য গলা ফাটিয়ে চিৎকার করছেন। কিন্তু, এগিয়ে আসছেন না কেউই। প্রায় ১ কিলোমিটার এভাবে দৌড়নোর পর একজনকে দেখতে পেয়ে তাঁর ফোন থেকে নিজেই ১১২ ডায়ালে ফোন করে পুলিসে খবর দেন তরুণী। তখনই পুলিস এসে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের উন্নাও জেলার সিন্দুপুর গ্রাম। পুলিস জানিয়েছে, গত বছর ডিসেম্বরে দুই যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ওই তরুণী। জামিনে ছাড়া পেয়ে অভিযুক্ত ওই দু’জনই প্রতিশোধ নিতে তরুণীর গায়ে আগুন জ্বালিয়ে দেয়। এই কাজে তাদের সাহায্য করে আরও তিনজন। তরুণীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিস।
বিশদ

06th  December, 2019
বাবরি মসজিদ ধ্বংসের ২৭তম বর্ষপূর্তিতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হল অযোধ্যাকে

অযোধ্যা, ৫ ডিসেম্বর (পিটিআই): গত মাসে অযোধ্যা মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপর থেকে কঠোর রয়েছে অযোধ্যার নিরাপত্তা। এবার বাবরি মসজিদ ধ্বংসের ২৭তম বর্ষপূর্তিতে আরও জোরদার করা হল নিরাপত্তা। গোটা অযোধ্যায় জারি করা হয়েছে হাইঅ্যালার্ট। উত্তরপ্রদেশ পুলিসের এডিজিপি (আইনশৃঙ্খলা) পিভি রমাশাস্ত্রী বলেন, গত ৯ নভেম্বর রাম জন্মভূমি ও বাবরি মসজিদ নিয়ে মামলার ঘোষণার পর থেকে এমনিতেই কঠোর রয়েছে অযোধ্যার নিরাপত্তা। তারপর ৬ ডিসেম্বর উপলক্ষে নিরাপত্তা আরও জোরদার করা রয়েছে।
বিশদ

06th  December, 2019
দেশের অর্থনীতি নিয়ে কল্পনার জগতে বাস করছেন মোদি-অমিত শাহ, কটাক্ষ রাহুলের

 ওয়েনাড় (কেরল), ৫ ডিসেম্বর (পিটিআই): দীর্ঘদিনের ‘অজ্ঞাতবাস’ কাটিয়ে ফিরে তিনদিনের কেরল সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিজের লোকসভা কেন্দ্র ওয়েনাড়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন তিনি।
বিশদ

06th  December, 2019
‘পেঁয়াজ খান না, উনি
হয়তো অ্যাভোকাডো খান’
নির্মলাকে কটাক্ষে বিঁধলেন চিদম্বরম

 সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি, ৫ ডিসেম্বর: পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ে চরম নাকাল দেশ। তারই মধ্যে বুধবার সংসদে দাঁড়িয়ে নির্মলা সীতারামন জানিয়েছিলেন, তিনি বা তাঁর পরিবার বেশি পেঁয়াজ, রসুন খান না। দাম কীভাবে কমানো সম্ভব, তা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সদুত্তর যেমন পাওয়া যায়নি, তেমনই বিষয়টি এড়িয়ে যাওয়ায় এই প্রচেষ্টাকে ভালোভাবে নেয়নি মানুষ।
বিশদ

06th  December, 2019
৩ বছরে দেশে দিনমজুরদের আত্মহত্যার সংখ্যা বেড়েছে, সংসদে মেনে নিলেন মন্ত্রী

 দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ৫ ডিসেম্বর: তিন বছরে দেশে দিনমজুরদের আত্মহত্যার ঘটনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সংসদে লিখিতভাবে এই উদ্বেগজনক তথ্য দিল কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট তুলে ধরে লোকসভায় লিখিতভাবে দিনমজুরদের আত্মহত্যা বৃদ্ধির কথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার।
বিশদ

06th  December, 2019
নীরব মোদিকে ‘পলাতক আর্থিক অপরাধী’ ঘোষণা করল আদালত

 মুম্বই, ৫ ডিসেম্বর (পিটিআই): অবশেষে সরকারিভাবে পিএনবি ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রধান অভিযুক্ত নীরব মোদিকে ‘পলাতক আর্থিক অপরাধী’ হিসেবে ঘোষণা করা হল। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আবেদনের ভিত্তিতে এই ঘোষণা করল মুম্বইয়ের বিশেষ আদালত। বিশদ

06th  December, 2019
জামিনের শর্ত ভঙ্গ করেছেন চিদম্বরম: প্রকাশ জাভরেকর

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (পিটিআই): আইএনএক্স দুর্নীতির মামলায় বুধবারই জেল থেকে জামিনে মুক্ত পেয়েছেন পি চিদম্বরম। জামিন পেয়েই মোদি সরকারকে একহাত নেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে দেশের অর্থনীতি সহ একাধিক ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে সরব হন তিনি।
বিশদ

06th  December, 2019
ক্যান্টিনে আর ভর্তুকিতে
খাবার পাবেন না সাংসদরা

 নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (পিটিআই): সংসদের ক্যান্টিনে আর ভর্তুকিপ্রাপ্ত খাবার খেতে পারবেন না সাংসদরা। জানা গিয়েছে, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার প্রস্তাবমতো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার লোকসভার ব্যবসায়িক উপদেষ্টা কমিটির বৈঠকে সর্বদলীয় প্রতিনিধিদের সম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, সংসদের চারটি ক্যান্টিনে নানা রকমের খাবারে বিপুল পরিমাণে ভর্তুকি দেওয়া হয়।
বিশদ

06th  December, 2019
অর্থসঙ্কট চরমে, মূল্যবৃদ্ধির
ইঙ্গিত রিজার্ভ ব্যাঙ্কের

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি, ৫ ডিসেম্বর: অর্থনীতির সঙ্কট থেকে ঘুরে দাঁড়ানোর কোনও আশা আপাতত যে নেই শুধু তাই নয়, উল্টে মৃল্যবৃদ্ধি আরও তীব্র হবে। এই আশঙ্কা রিজার্ভ ব্যঙ্কের। আজ রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণ কমিটির বৈঠকের পর আশা করা হয়েছিল, সম্ভবত রেপো রেট কমছে। বিশদ

06th  December, 2019
শপথ নেওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও মহারাষ্ট্রে দপ্তর বণ্টন হয়নি, সরকারকে তোপ বিজেপির
শিবসেনা ছেড়ে বিজেপিতে যোগ ৪০০ কর্মীর

 মুম্বই, ৫ ডিসেম্বর (পিটিআই): বেশ কয়েকদফা নাটকের পর গত সপ্তাহে মহারাষ্ট্রে সরকার গড়েছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকারে। কিন্তু, এক সপ্তাহ কেটে গেলেও ‘মহা বিকাশ আঘাড়ি’ সরকারের মন্ত্রিসভা গঠন নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। বিশদ

06th  December, 2019
আটকানো কতটা সম্ভব তা নিয়ে সংশয় থাকলেও
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় দেশজুড়ে প্রচারে নামছে বিরোধীরা

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৫ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী বিল আটকাতে মরিয়া হলেও তা কতটা সম্ভব, তা নিয়ে সংশয়ে বিরোধীরা। তাই বিলের বিরোধিতায় দেশজুড়ে প্রচারে নামছে বিরোধী দলগুলি। আজ সংসদে কংগ্রেসের রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের কক্ষে বিরোধীদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিশদ

06th  December, 2019
  দেশবাসীর গোপনীয়তার অধিকার রক্ষায় সরকার দায়বদ্ধ জানিয়ে নজরদারির খবর ওড়ালেন রবিশঙ্কর

 নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (পিটিআই): দেশবাসীর গোপনীয়তার অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর। বৃহস্পতিবার জনগণের তথ্যের সুরক্ষা নিয়ে রাজ্যসভায় প্রশ্নত্তোর পর্বে এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। পাশাপাশি, জনতার উপর নজরদারি চালানোর যে খবর সাংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাও নস্যাৎ করে দিয়েছেন তিনি। বিশদ

06th  December, 2019
সংসদে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল বিরোধী ধর্নায় নেই সিংহভাগ বিজেপি এমপিই, অস্বস্তিতে দল

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৫ ডিসেম্বর: তৃণমূল বিরোধিতায় সংসদ ভবনে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না অবস্থান কর্মসূচি নিয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু সেখানে দলের সিংহভাগ এমপিই হাজির না হওয়ায় অস্বস্তিতে পড়েছে বাংলার বিজেপি নেতৃত্ব।
বিশদ

06th  December, 2019
সোমবার লোকসভায় পেশ হবে নাগরিকত্ব বিল, রাজ্যসভাতেও পাশ হয়ে যাবে, আশাবাদী কেন্দ্র

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৫ ডিসেম্বর: নাগরিকত্ব বিল পাশ হওয়া নিয়ে সংশয় নেই সরকারের। বস্তুত নাগরিকত্ব বিল পাশ হবেই এই বিশ্বাসে নিশ্চিত হয়েই সরকার গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নাগরিকত্ব সংশোধনী বিলটিকে অনুমোদন করেছে। আজ লোকসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক হয়েছে। বিশদ

06th  December, 2019

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলির সম্পর্ক যে ভালো নয়, তা সবারই জানা। ২০১৬ সালে ‘টিম ইন্ডিয়া’র কোচ নির্বাচন ঘিরে ...

বিএনএ, মেদিনীপুর: খড়্গপুরে এসে পশ্চিম মেদিনীপুর জেলার উন্নয়নে ৩৬টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে ২৯টি নয়া প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি। বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যে খড়্গপুরবাসীকে ধন্যবাদ জানাতে ৯ ডিসেম্বর আসছেন মুখ্যমন্ত্রী।  ...

বিএনএ, মালদহ: উত্তর-পূর্ব ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছে মাদক ট্যাবলেট। আর সেই পাচারের রুট হিসেবে এখন দুষ্কৃতীদের পছন্দের তালিকায় উঠে এসেছে মালদহ সহ উত্তরবঙ্গের ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইনি হুন্ডাইয়ের উদ্যোগে ২৯তম ফ্রি কার কেয়ার ক্লিনিকের আয়োজন করা হয়েছে। শুক্রবার থেকে সেই ক্লিনিক শুরু হয়েছে। তা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মানসিক অস্থিরতা দেখা দেবে। বন্ধু-বান্ধবদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার। কর্মে একাধিক শুভ যোগাযোগ আসবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৭২: কলকাতায় প্রতিষ্ঠিত হল ন্যাশনাল থিয়েটার
১৯৪১: দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারে বোমাবর্ষণ
১৯৮৪: বরুণ সেনগুপ্তের সম্পাদনায় আত্মপ্রকাশ করল ‘বর্তমান’  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৯ টাকা ৭২.১৯ টাকা
পাউন্ড ৯২.২০ টাকা ৯৫.৫৪ টাকা
ইউরো ৭৭.৭৫ টাকা ৮০.৭৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৬৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,২২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২০ অগ্রহায়ণ ১৪২৬, ৭ ডিসেম্বর ২০১৯, শনিবার, দশমী ১/৭ দিবা ৬/৩৪। রেবতী ৪৭/৫০ রাত্রি ১/২৮। সূ উ ৬/৭/৩৪, অ ৪/৪৮/২, অমৃতযোগ দিবা ৬/৫১ মধ্যে পুনঃ ৭/৩৩ গতে ৯/৪১ মধ্যে পুনঃ ১১/৪৯ গতে ২/৪০ মধ্যে পুনঃ ৩/২৩ গতে অস্তাবধি। রাত্রি ১২/৪৮ গতে ২/৩৫ মধ্যে, বারবেলা ৭/২৭ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/৮ মধ্যে পুনঃ ৩/২৮ গতে অস্তাবধি, কালরাত্রি ৬/২৮ মধ্যে পুনঃ ৪/২৬ গতে উদয়াবধি। 
২০ অগ্রহায়ণ ১৪২৬, ৭ ডিসেম্বর ২০১৯, শনিবার, একাদশী ৬০/০/০ অহোরাত্র। রেবতী ৪৭/৫০/২৭ রাত্রি ১/১৭/৯, সূ উ ৬/৮/৫৮, অ ৪/৪৮/৩৬, অমৃতযোগ দিবা ৭/১ মধ্যে ও ৭/৪৩ গতে ৯/৫০ মধ্যে ও ১১/৫৭ গতে ২/৫২ মধ্যে ও ৩/২৭ গতে ৪/৪৯ মধ্যে এবং রাত্রি ১২/৫৬ গতে ২/৪৩ মধ্যে, কালবেলা ৭/২৮/৫৫ মধ্যে ও ৩/২৮/৩৮ গতে ৪/৪৮/৩৬ মধ্যে, কালরাত্রি ৬/২৮/৩৯ মধ্যে ও ৪/২৮/৫৬ গতে ৬/৯/৩৭ মধ্যে। 
৯ রবিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মে একাধিক শুভ যোগাযোগ আসবে। বৃষ: কর্মক্ষেত্রে সাফল্য আসবে। মিথুন: উপার্জন ভাগ্য ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৭২: কলকাতায় প্রতিষ্ঠিত হল ন্যাশনাল থিয়েটার১৯৪১: দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারে ...বিশদ

07:03:20 PM

আলিপুরে ভেঙে পড়ল নির্মীয়মান বাড়ির একাংশ 
আলিপুর রোডে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতলের একাংশ। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ...বিশদ

05:05:00 PM

মালদহে মহিলার রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিস সুপারকে ঘেরাও করে বিক্ষোভ বিজেপির 

03:51:00 PM

মালদা, বালুরঘাট, কোচবিহার বিমানবন্দর নবীকরণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী 
মালদা, বালুরঘাট, কোচবিহারের মতো অব্যবহৃত বিমানবন্দর ও বিমান স্ট্রিপগুলির নবীকরণের ...বিশদ

03:34:00 PM

একনজরে গতকালের ম্যাচের রেকর্ডগুলি 
গতকাল হায়দরাবাদে প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ জয় ...বিশদ

02:35:02 PM