স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
জেলা স্বাস্থ্যদপ্তরের তরফে জানা গিয়েছে, ২০২৩ সালে জেলায় আনুমানিক ৬০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। ডেঙ্গু মোকাবিলায় কড়া পদক্ষেপ নেওয়ায় গত বছর সেই সংখ্যা প্রায় ৫২০-তে নেমে আসে। স্বাস্থ্যকর্তাদের আশা, নিয়মিত ডেঙ্গু সচেতনতার প্রচার চালালে আগামীতেও তার সুফল মিলবে। সেক্ষেত্রে এবছর শুরু থেকেই একদিকে আশা ও এনএম কর্মীরা গ্রাউন্ড জিরোতে নেমে কাজ শুরু করেছেন। পাশাপাশি ভিলেজ স্যানিটেশন টিম অর্থাৎ ভিএসটি টিমও নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছে। তাদের তথ্যের ভিত্তিতে ভেক্টর কন্ট্রোল টিম অর্থাৎ ভিএসটি টিম সাফাইয়ের কাজে জোর দিয়েছে। বর্তমান সময়ে বীরভূম জেলার সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতাল, বোলপুর মহকুমা হাসপাতাল এবং বোলপুরে ইউপিএসসি-১ ও ২, সিউড়িতে ইউপিএসসি-১ সহ সাঁইথিয়ায় ডেঙ্গুর টেস্ট করা হচ্ছে। এছাড়াও প্রত্যন্ত এলাকায় জ্বরে আক্রান্তদের শরীরে উপসর্গ দেখা দিলেই তাঁদের সিরাম সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে সেই সিরাম কাছের টেস্টিং সেন্টারে পাঠানো হচ্ছে। স্বাভাবিকভাবেই এই পদ্ধতিতে বিগত দিনের তুলনায় টেস্টিং অনেক বেশি বাড়ানো সম্ভব হয়েছে।
জেলা স্বাস্থ্যদপ্তরের তরফে জানা গিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত ৬টি ডেঙ্গুর কেস সামনে এসেছে। যদিও বর্তমানে আক্রান্তরা সকলেই সুস্থ রয়েছেন। জেলা স্বাস্থ্যদপ্তরের এক কর্তা জানিয়েছেন, বিগত পাঁচ বছরে জেলায় ডেঙ্গু মৃত্যু শূন্য। সেক্ষেত্রে স্বস্তি অনেকটাই। সেই ধারা অব্যাহত রাখার পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা কমিয়ে আনাই এখন জেলা স্বাস্থ্যদপ্তরের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ।
এবিষয়ে জেলার ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ মৃণালকান্তি ঘোষ বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুরু থেকেই সচেতনতার কাজ চলছে। সেইসঙ্গে টেস্টিং বাড়ানোর দিকেও যথেষ্ট জোর দেওয়া হয়েছে।