নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ভবিষ্যতের দিকে তাকিয়ে কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের জায়গায় নতুন হাসপাতাল নির্মাণের প্রস্তাব গৃহীত হল। প্রশাসনিক ভবনের পাশেই জি প্লাস নাইন একটি ভবন নির্মাণ করা হচ্ছে। সেটি পিজি বিল্ডিং। কিন্তু বর্তমানে চিকিৎসা সংক্রান্ত সমস্ত কিছুই পুরনো এমজেএন বিল্ডিং-এ হয়। যা প্রশাসনিক ভবন থেকে কয়েক কিমি দূরে। তাই আগামী দিনে ওই ক্যাম্পাসে যদি হাসপাতালের ভবন নির্মাণ করা হয় তাহলে এক ক্যাম্পাসের মধ্যেই পুরো বিষয়টিকে নিয়ে আসা সম্ভব হবে। এই বিষয়ে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাবে। বুধবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নবনির্মিত কোভিড বিল্ডিং-এ হাসপাতালের একাংশ বিভাগকে সরিয়ে নিয়ে যাওয়া, সরকারি নির্দেশিকা অনুসারে চিকিৎসকদের উপস্থিতির বিষয় নিয়ে আলোচনা হয়। প্রশাসনিক ভবনে বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার মেডিক্যাল কলেজে প্রিন্সিপাল তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ নির্মলকুমার মণ্ডল, রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্যরা। আর জি কর কাণ্ডের পর এটা ছিল রোগী কল্যাণ সমিতির দ্বিতীয় বৈঠক।
মেডিক্যাল কলেজের প্রিন্সিপলা তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বলেন, মেডিক্যাল কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চিকিৎসকদের ডিউটির সময়সীমা, স্যালাইন ব্যবহারের নতুন নির্দেশিকা, পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রভৃতি নিয়ে আলোচনা হয়। আগামী দিনে এক জায়গায় সবকিছু আনার জন্য সুপার স্পেশালিটি হাসপাতালের ভবন নির্মাণের জন্য প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এক জায়গায় সবকিছু হলে সব দিক দিয়েই সুবিধা হবে। নিজস্ব চিত্র।