স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে ... বিশদ
একইভাবে পুলিস আরও জানতে পারে, চট্টগ্রামের বাসিন্দা মুনমুন ভট্টাচার্য ও তাঁর দুই ছেলে অমিত ও প্রমিথ এই চক্রের সহায়তায় জাল পরিচয়পত্র বানিয়ে বারাসতের নবপল্লিতে রয়েছেন। সেখানে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মুনমুনের হেফাজত থেকে বাংলাদেশি পাসপোর্টও উদ্ধার করেছে পুলিস। তাঁদের জেরা করে পুলিস জানতে পারে, জাল পরিচয়পত্র বানিয়ে এক বছর ধরে এখানে রয়েছেন তাঁরা। আর কতজন বাংলাদেশি এভাবে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে এদেশে রয়েছেন, এই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত, সেসব এখন জানতে চায় পুলিস। বুধবার তাই ধৃত চারজনকে বারাসত আদালতে তোলা হলে প্রত্যেকের চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।