আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
রাজ্য পুলিস সূত্রে খবর, রোহনের কাছে একটি স্মার্ট ফোন রয়েছে। তবে সেই স্মার্ট ফোনে কোনও সিমকার্ড নেই। বিভিন্ন সময় বিভিন্ন ওয়াইফাই জোনে গিয়ে হোয়াটসঅ্যাপে ঘনিষ্ঠদের সঙ্গে সে যোগাযোগ করছে। কোনও একটি ওয়াইফাই জোন ব্যবহার করার পর দ্বিতীয়বার সে ওই নেটওয়ার্ক ব্যবহার করছে না। ইতিমধ্যেই বেশকিছু আইপি অ্যাড্রেসের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। বিহার পুলিসের রেকর্ডেও রোহন একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। মালদহের পাশাপাশি সে বিহারেও সুপারি নিয়ে একাধিক অপরাধমূলক কাজ করেছে।
এদিকে ইংলিশবাজারে শ্যুট আউটের ন’দিন পরও অধরা দুই আততায়ী মহানন্দা কলোনির বাসিন্দা বাবলু যাদব ও কৃষ্ণ রজক ওরফে রোহন। ইতিমধ্যেই তাদের খোঁজ পেতে দু’লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে মালদহ পুলিস। তাদের খোঁজে পুলিসের চারটি দল ভিনরাজ্যে তল্লাশি চালাচ্ছে। কিন্তু তদন্তকারীদের চোখে ধুলো দিতে বারবার ডেরা বদল করছে কুখ্যাত দুই দুষ্কৃতী। পুলিস সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি ও নেপাল হয়ে তারা উত্তরপ্রদেশে পালিয়েছে।
এদিকে বাবলা সরকার খুনের ঘটনায় গ্রেপ্তার টিঙ্কু ঘোষ, শামী আখতার ও অভিজিৎ ঘোষকে নিয়ে শুক্রবার অস্ত্রের খোঁজে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। উদ্ধার হয় খুনে ব্যবহৃত একটি নাইন এমএম পিস্তল, দু’টি ওয়ান শটার পিস্তল, সাতটি তাজা কার্তুজ সহ খুনের সময় আততায়ীদের ব্যবহৃত পোশাক ও জুতো। যদিও কোথা থেকে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছে তদন্তের স্বার্থে পুলিস তা গোপন রেখেছে। ইতিমধ্যেই এই ঘটনায় প্রাক্তন তৃণমূল নেতা নন্দু তেওয়ারি সহ মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস। শুক্রবার নন্দু তিওয়ারির তিন দিনের পুলিসি হেফাজত শেষ হয়। এদিন তাকে ফের আদালতে পেশ করে আরও পাঁচ দিনের হেফাজত চেয়ে আবেদন করে পুলিস। মালদহ জেলা আদালতের সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল বলেন, বিচারক নন্দু তিওয়ারি ও স্বপন শর্মাকে আরও পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ধৃত সাত জনের কণ্ঠস্বর পরীক্ষা করাতে আদালতের অনুমোদন চেয়েছে পুলিস।