নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৮ জানুয়ারি অভয়া মামলার রায়দানের দিন ঘোষিত হয়েছে। তার জন্য শিয়ালদহ আদালত চত্বরের নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। ওইদিন আদালত চত্বরের বাইরে বড়সড় জমায়েত হতে পারে। একাধিক সামাজিক সংগঠন ছাড়াও ডাক্তারদের বিভিন্ন সংগঠন জমায়েতে অংশ নিতে পারে। আদালত সূত্রের খবর, এই আশঙ্কায় শিয়ালদহ কোর্ট চত্বরের বাইরে থাকছে পুলিসের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। আদালতের দু’টি গেটেই থাকবে কড়া পুলিসি ব্যবস্থা। সাদা পোশাকের পুলিসের সঙ্গে থাকবেন পর্যাপ্ত সংখ্যায় মহিলা পুলিসকর্মীও। বহিরাগতরা যাতে কোনও অবস্থাতাতেই কোর্টের মূল গেট দিয়ে তিনতলায় যে এজলাসে মামলার রায় ঘোষণা হবে, সেখানে পৌঁছে যেতে না পারেন, তার জন্য সকাল থেকেই বাড়তি সতর্কতা নেওয়া হবে। এই মামলার শুনানির দিনগুলিতেও জেল থেকে কড়া প্রহরায় ধৃত সঞ্জয় রায়কে কোর্ট পর্যন্ত নিয়ে আসা হয়েছে। ১৮ তারিখ তার আসা‑যাওয়ার পথে পুলিসের সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্রের খবর, কোর্টের লকআপের সামনে কলকাতা পুলিসের বিভিন্ন অফিসার ছাড়াও থাকবেন র্যাফের জওয়ানরা। লকআপ থেকে তিনতলার এজলাস পর্যন্ত পথে থাকবে কড়া নজরদারি। সেই সঙ্গে এজলাসের বাইরে অহেতুক ভিড় যাতে না বাড়ে, সেদিকে সবসময় নজর রাখবে পুলিস। অভয়া মামলায় অভিযুক্ত সিভিক ভিলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তারের পর প্রথম দিন শিয়ালদহ আদালতে হাজির করানোর সময় বিশাল মানুষের জমায়েত হয়েছিল। পরবর্তী শুনানির দিনগুলিতে ভিড় আরও বাড়ে। মাঝে অবশ্য কিছুটা ভাটা পড়েছিল জমায়েতে। বৃহস্পতিবার ফের ভালোরকম ভিড় হয় আদালতের বাইরে। তাই সবদিক মাথায় রেখে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে পুলিস।