একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
এছাড়া অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানুয়ারির প্রথম সপ্তাহতেই আড়াই হাজার, পাঁচ হাজার ও ১৪ হাজার লিটার জলধারণ ক্ষমতা সম্পন্ন মোট ৭৫টি দমকল গাড়ি আসতে চলেছে। এই সমস্ত দমকলের গাড়ি ও জঙ্গিপুর দমকল কেন্দ্রের উদ্বোধন হওয়ার কথা রয়েছে বছরের শুরুতেই। উদ্বোধন করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে বলেই সূত্রের খবর।
অন্যদিকে, নন্দীগ্রাম সহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের অনুমোদিত চারটি বড় পানীয় জল প্রকল্পের কাজ ২০২৫ সাল পর্যন্ত চালানোর অনুমতিও এদিন মন্ত্রিসভা দিয়েছে বলেও জানা গিয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ৬০ জন অস্থায়ী ইঞ্জিনিয়ারের আরও একবছর মেয়াদ বৃদ্ধির ছাড়পত্রও এদিন দেওয়া হয়েছে মন্ত্রিসভার তরফে।