প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে ... বিশদ
শুক্রবার সারাদিন নজর কাড়লেন বাংলার অ্যাথলিটরা। সৌবৃতির কৃতিত্বে খুশির ঝিলিক ক্রীড়ামহলে। কম যাননি শ্রাবণীও। ৫৫ কেজি ভারোত্তলনে নেমেছিলেন তিনি। স্ন্যাচে ৮১ ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৬ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেন রুপো। উচ্ছ্বসিত শ্রাবণীর মন্তব্য, ‘কমনওয়েলথ গেমসে সুযোগ পাওয়াই লক্ষ্য।’এই ইভেন্টে সোনা জিতেছেন বিন্দিয়ারানি দেবী। পাশাপাশি, মহিলাদের ফুটবলে দিল্লিকে ২-১ গোলে হারাল বাংলা দল। ওয়াটারপোলোতে অবশ্য সাফল্য আসেনি। দিল্লির কাছে ১০-২ ব্যবধানে হারতে হয় বাংলাকে। পদকজয়ের হাতছানি রয়েছে রাগবিতেও। এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে পুরুষ দল। একধাপ পিছিয়ে মহিলা দল আপাতত ৫ নম্বরে। খো-খোতে মহারাষ্ট্রের কাছে ৩২-২২ পয়েন্টে বশ মানল বাংলা দল।