মুম্বই: একরাশ হতাশার মাঝে একমাত্র আশার আলো যশপ্রীত বুমরাহ। গত বছর দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। অস্ট্রেলিয়া সফরে গিয়ে ল্যাজেগোবরে অবস্থা। ডব্লুটিসি ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ। মহাতারকাদের ধারাবাহিক ব্যর্থতা। ২০২৪ সালের শেষটা মোটেও সুখের ছিল না টিম ইন্ডিয়ার সমর্থকদের জন্য। হৃদয় জুড়ে অনবরত ঘটেছে রক্তক্ষরণ। সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিয়েছেন যশপ্রীত বুমরাহ। টেস্টে গত বছর ৭১টি উইকেট নিয়েছিলেন বুমবুম। অস্ট্রেলিয়া সফরে সংখ্যাটা ৩২। ধারাবাহিকতায় পিছনে ফেলেছেন সবাইকে। ফলও মিলেছে হাতেনাতে। আইসিসি’র টেস্ট এবং সামগ্রিক বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় তারকা পেসার। এবার ২০২৩-২৪ মরশুমের জন্য বিসিসিআইয়ের বর্ষসেরা ক্রিকেটারও হলেন বুমরাহ। মেয়েদের বিভাগে এই সম্মান পাচ্ছেন স্মৃতি মান্ধানা। একদিনের ফরম্যাটে সর্বাধিক রান সংগ্রহের সুবাদে আরও একটি পুরস্কার উঠবে মান্ধানার হাতে। শনিবার বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আরও ঝলমলে হয়ে উঠবে শচীন তেন্ডুলকরের উপস্থিতিতে। এবছর জীবনকৃতি সম্নান পাচ্ছেন মাস্টার ব্লাস্টার। এর আগে সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীকেও কর্নেল সিকে নাইডু ট্রফিতে সম্মান জানিয়েছে বোর্ড।
অস্ট্রেলিয়া সফরের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁকেও বিশেষ সম্মান জানানো হবে। আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগানো অভিষেকের কারণে সরফরাজ খানও পুরস্কার পাবেন। ২০২৪ সালে ফেব্রুয়ারিতে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্টে দ্রুত গতিতে হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সরফরাজ। পরে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন ১৫০ রানের ঝকঝকে ইনিংস।