পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
ডেনিস ল একমাত্র স্কটিশ ফুটবলার যিনি ব্যলন ডি’ওর জিতেছেন (১৯৬৪ সালে)। দেশের হয়ে ৫৫ ম্যাচে ৩০টি গোল রয়েছে তারকা স্ট্রাইকারের। ক্লাব ফুটবলেও আলো ছড়িয়েছেন তিনি। হার্ডাসফিল্ড টাউন, ম্যাঞ্চেস্টার সিটি, তোরিনো ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছেন। তবে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন লাল ম্যাঞ্চেস্টারে। ওল্ড ট্রাফোর্ডে ১১ বছর কাটানো ডেনিস পরিচিত ছিলেন ‘দ্য কিং’ নামে। রেড ডেভিলসদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০৪ ম্যাচে ২৩৭টি গোল করেন তিনি। ম্যান ইউয়ের ইতিহাসের তৃতীয় সর্বাধিক গোলদাতা ডেনিস ল। তালিকায় প্রথম দুইয়ে রয়েছেন ওয়েন রুনি ও স্যার ববি চার্লটন। তবে ২০২১ সাল থেকে আলঝাইমার ও ভাস্কুলার ডিমেনশিয়ায় ভুগছিলেন তিনি। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডেনিস ল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘স্ট্রিটফোর্ড এন্ডের রাজার মৃত্যুতে আমরা শোকাহত।’