পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
ডার্বিতে লাল কার্ড দেখায় খেলতে পারবেন না শৌভিক চক্রবর্তী। পাশাপাশি প্রতি ম্যাচের আগেই ইস্ট বেঙ্গলের চোটের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। ফিটনেস সমস্যায় কাবু হেক্টর গোয়া যেতেই পারেননি। পিঠের ব্যথার কারণে অনিশ্চিত ক্লেটনও। ফলে বেশ কিছু পজিশনে জোড়াতাপ্পি দিয়ে দল নামাতে হবে কোচ অস্কারকে। অবস্থা এতটাই বেগতিক যে, রাইট উইং-ব্যাকে নন্দ কুমারকে ব্যবহার করা ছাড়া উপায় নেই। এই প্রসঙ্গে কোচ অস্কার জানান, ‘আমাদের দলের সবথেকে বড় সমস্যা হল ধারাবাহিকতার অভাব। এছাড়া চোট-আঘাত তো লেগেই রয়েছে। প্রথম ৬টি ম্যাচে হারের পরও ঘুরে দাঁড়িয়েছিলাম। তবে কোনও দল যদি টানা তিনটি ম্যাচ জিততে না পারে, তখন লড়াইয়ে টিকে থাকা কঠিন হয়ে যায়। আমাদের এখন প্রধান লক্ষ্য পরের তিনটি ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নেওয়া।’
ডার্বির দিন গুয়াহাটি পৌঁছেও বেঞ্চে বসা হয়নি দলের নয়া বিদেশি রিচার্ড সেলিসের। তবে শেষ কয়েকদিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন তিনি। রবিবার তাঁকে খেলানো হবে কিনা, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রাখলেন লাল-হলুদ কোচ। পাশাপাশি আনোয়ার, হেক্টরদের অনুপস্থিতিতে একাধিক রিজার্ভ দলের ফুটবলারকে গোয়া নিয়ে গিয়েছেন অস্কার। প্রয়োজনে তাঁদের খেলাতে পারেন তিনি।
অন্যদিকে, আইএসএলে শেষ ১০টি ম্যাচে অপরাজিত গোয়া। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে মানোলো মার্কুয়েজের ছেলেরা। প্রথম লেগে যুবভারতীতে অ্যাওয়ে ম্যাচে বোরহা হেরেরার দুরন্ত হ্যাটট্রিকে জয় ছিনিয়ে নেয় তারা। এবার ঘরের মাঠেও ইস্ট বেঙ্গলকে হারাতে তৈরি গোয়া। কোচ মানোলো জানান, ‘আইএসএলে কোনও ম্যাচই সহজ নয়। প্রতিটি পয়েন্টই মূল্যবান। তাই আমাদের সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে। প্রতিপক্ষকে নিয়ে বেশি না ভেবে নিজেদের খেলায় মনঃসংযোগ করা দরকার।’
-ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।
-সরাসরি স্পোর্টস ১৮ চ্যানেলে।