নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবারের বারবেলায় মোহন বাগানের বার্ষিক সাধারণ সভা ঘিরে তোলপাড় ময়দান। উত্তেজনা, হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি— বাদ রইল না কিছুই। আহত হন এক মহিলা সদস্য। এই পরিস্থিতিতে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জরুরি ভিত্তিতে কার্যকরী সমিতির বৈঠক ডেকে নির্বাচনী প্রক্রিয়া শুরুর প্রতিশ্রুতি দেন মোহন বাগান সচিব। সেই সঙ্গে সবুজ-মেরুন শিবিরে বেজে গেল নির্বাচনের দামামা। উল্লেখ্য, ১৮ মার্চ বর্তমান শাসকগোষ্ঠীর মেয়াদ শেষ হচ্ছে। কান পাতলেই শোনা যাচ্ছে, ক্লাব নির্বাচনে কড়া চ্যালেঞ্জ জানাতে তৈরি সৃঞ্জয় বসু গোষ্ঠী। শনিবারের এজিএম তারই কার্টেন রেজার। এই প্রসঙ্গে সচিব দেবাশিস দত্তের মন্তব্য, ‘ক্লাবের সংবিধান ও নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। অহেতুক বিতর্ক খোঁজার কোনও কারণ নেই।’ কিন্তু সৃঞ্জয় কি ভোটে লড়বেন? মোহন বাগানের প্রাক্তন সচিবের সাবধানী মন্তব্য, ‘দ্রুত নির্বাচন প্রয়োজন। তারিখ ঘোষণার পরেই পরবর্তী পদক্ষেপ জানাব।’ তবে হাতাহাতির ঘটনা সেভাবে আমল দিতে রাজি নয় কোনও পক্ষই। মোহন বাগান এজিএমে ধুন্ধুমার অবশ্য নতুন নয়। প্রয়াত সচিব অঞ্জন মিত্রের আমলে মারামারিতে জড়িয়ে পড়েন কর্তারা। শনিবারের বৈঠক সেই স্মৃতি উস্কে দিল।
এদিকে, সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা দলকে সংবর্ধিত করল মোহন বাগান। উত্তরীয়, মেমেন্টো ছাড়াও আর্থিক পুরস্কার হিসেবে দেওয়া হয় সাড়ে ৫ লক্ষ টাকা। পাশাপাশি, আগামী মরশুমে ঘরোয়া লিগে শক্তিশালী দল গঠনের জন্য মোহন বাগান সচিবের কাছে আবেদন জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বাংলা ফুটবলের স্বার্থে আইএফএ এবং মোহন বাগানের দূরত্ব মিটিয়ে পথ চলার বার্তাও দেন তিনি।