পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
মহিলাদের সিঙ্গলসে জয়ের ধারা বজায় রাখলেন ইগা সুইয়াটেক। দ্বিতীয় বাছাই পোলিশ তারকা স্ট্রেট সেটে হারালেন ব্রিটেনের এমা রাদুকানুকে। ম্যাচের ফল ৬-১, ৬-০। তবে হতাশ করলেন জাসমিন পাওলিনি। চতুর্থ বাছাই ইতালিয়ান তারকার বিরুদ্ধে ৬-২, ৪-৬, ৬-০ সেটে জিতলেন এলিনা ভিতোলিনা।
রবিবার চতুর্থ রাউন্ডের ম্যাচে কোর্টে নামবেন নোভাক জকোভিচ। শুক্রবার শ্বাসকষ্ট নিয়েও রড লেভার এরিনায় দাপট দেখিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। এবার জোকারের সামনে চেক প্রজাতন্ত্রের জেরি লেহেকা। অন্যদিকে, তৃতীয় বাছাই কার্লোস আলকারাজ খেলবেন ব্রিটেনের জ্যাক ড্রেপারের বিরুদ্ধে। দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ মুখোমুখি হবেন উগো হামবার্টের।