পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার কলকাতায় খেলবে ভারতীয় দল। তবে বিমানবন্দরে গম্ভীর, সূর্যদের ঘিরে তেমন উন্মাদনা চোখে পড়ল না। আসলে বিরাট কোহলি, রোহিত শর্মারা যে সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসর নিয়েছেন! এই দুই মহাতারকা থাকলে নিশ্চিতভাবে ছবিটা ভিন্ন হতো। অবশ্য এই ম্যাচের টিকিটের চাহিদায় কোনওরকম ঘাটতি নেই।
রবিবারই ইডেনে অনুশীলনে নেমে পড়বে ভারতীয় দল। ইংল্যান্ডেরও প্র্যাকটিস করার কথা ছিল। কিন্তু দীর্ঘ বিমানযাত্রার ধকল কাটাতে সফরকারী দল রবিবারের অনুশীলন বাতিল করেছে। হোটেলে বিশ্রাম নেবেন জস বাটলার, লিয়াম লিভিংস্টোনরা।