আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
এদিনের অনুশীলনে মূলত সেটপিস মুভ ও উইং প্লে’র দিকে জোর দিয়েছিলেন মোলিনা। বুদ্ধিমান কোচ জানেন, ইস্ট বেঙ্গল রক্ষণ যথেষ্ট ভঙ্গুর। তাই দ্রুত গোল তুলে নিতে চান। পাশাপাশি, অস্কার ব্রুজোঁ জমানায় মশাল বাহিনীর দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিট ঝড় তোলার কথাও তাঁর অজানা নয়। তাই ‘চক দে ইন্ডিয়া’র কবীর খান ওরফে শাহরুখ খানের ঢংয়ে তাঁর পরামর্শ, ‘ফুটবলারদের বলেছি, খেলাটা ২০ মিনিটের নয়। তোমাদের হাতে ৯০ মিনিট রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রমাণ করতে হবে যে তোমরাই সেরা।’
চলতি মরশুমে ঢাকঢোল পিটিয়ে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে সই করিয়েছিল মোহন বাগান। ভারতে আসার আগে দুই অজি ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার ও মার্কাস স্টোইনিসের সঙ্গে আলোচনা করেছিলেন তারকা স্ট্রাইকার। তাদের থেকেই শোনেন, এদেশ ক্রীড়াপ্রেমী। প্রথম ডার্বিতে মাঠে নেমে গোল করে তা হাড়েহাড়ে টের পেয়েছেন ‘ম্যাকা’। সেই রেশ এখনও তিনি লালন-পালন করছেন। বললেন, ‘কলকাতা ডার্বির গুরুত্বই আলাদা। সেরাটা মেলে ধরতেই হবে।’ সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন তিনি। গোলসংখ্যা ৫। এই পারফরম্যান্সে অখুশি ম্যাকলারেনের মন্তব্য, ‘এটা ঠিক যে, আমি এখনও পুরোপুরি মানিয়ে উঠতে পারিনি। তবে কথা দিচ্ছি, শনিবার নিংড়ে দেব নিজেকে।’ টিমের দুরন্ত ছন্দ প্রসঙ্গে তাঁর মত, ‘এই দলের প্রধান স্তম্ভ রক্ষণ। সাতটি ম্যাচে ক্লিনশিট রেখেছে ডিফেন্ডাররা। সেই আত্মবিশ্বাস গোটা দলে সঞ্চারিত হয়েছে। তাছাড়া শুভাশিস, আলড্রেডরাও গোল করছে। এর থেকে প্রমাণ হয় মোহন বাগান টিম গেমে বিশ্বাস রাখে। ডার্বিতেও আমাদের থিম সং তাই।’