আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
ঘরের মাঠে গত ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে নর্থইস্ট। শুক্রবার লিড নিয়েও জিততে ব্যর্থ পেড্রো বেনালি ব্রিগেড। ম্যাচের ২৪ মিনিটেই আলেদাইনের গোলে লিড নেয় তারা। ৮২ মিনিটে পাঞ্জাবকে সমতায় ফেরান লুংদিম। এরপর আলেদাইন গোললাইনের প্রায় একহাত বাইরে থেকে বল টানলেও নীরব থাকেন রেফারি। উল্টে প্রতিবাদ করায় মার্চিং অর্ডার দেওয়া হয় পাঞ্জাব কোচকে। লাল কার্ড দেখেন লুংদিম ও বেলানিও। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকল জন আব্রাহামের দল। পাঞ্জাবের সংগ্রহ ১৯ পয়েন্ট।