আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৩৮ তোলে আইরিশরা। ক্যাপ্টেন গাবি লুইস করেন ৯২। লিয়া পলের সংগ্রহ ৫৯। ভারতের প্রিয়া মিশ্র ৫৬ রানের বিনিময়ে নেন দুই উইকেট। জবাবে ৩৪.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছয় হোমটিম। শুরুতে ঝোড়ো ইনিংস উপহার দেন স্মৃতি (২৯ বলে ৪১)। সেই পথে ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে দ্রুততম চার হাজার আন্তর্জাতিক রানের রেকর্ডও গড়লেন তিনি। স্মৃতি ফেরার পর দলকে টানেন সঙ্গী ওপেনার প্রতীকা। তেজলকে সঙ্গে নিয়ে তিনি চতুর্থ উইকেটে মাত্র ৮৪ বলে যোগ করেন ১১৬ রান। ৯৬ বলের ইনিংসে তিনি মারেন দশটি চার ও একটি ছক্কা। তেজলও ৪৬ বলে নয়টি চারের সাহায্যে উপহার দিলেন হাফ-সেঞ্চুরি।