আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
সময়টা খারাপ গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই মহতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির জায়গা পেতে সমস্যা হওয়ার কথা নয়। তবে এই টুর্নামেন্ট তাঁদের কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কোয়াডে শুভমান গিল থাকবেন আশা করা যায়। কিন্তু টেস্টের পর যশস্বীকে একদিনের ফরম্যাটেও ওপেনার হিসেবে ভাবা হচ্ছে। খুব সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ফরম্যাটে অভিষেক হবে বাঁহাতি ওপেনারের। তবে লোকেশকে নিয়ে রয়েছে ধোঁয়াশা। তিনি নাকি নিজে থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ থেকে সরে দাঁড়াতে চেয়েছেন। কিন্তু খেলতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই আশা পূর্ণ হবে কিনা বলা কঠিন। উইকেটকিপার হিসেবে ঋষভ প্রথম পছন্দ। ব্যাকআপ হিসেবে উঠে আসছে সঞ্জু স্যামসনের নাম।
রবীন্দ্র জাদেজাকে নিয়ে সংশয় রয়েছে। তাঁর পরিবর্তে অক্ষর প্যাটেলকে বেছে নেওয়া হতে পারে। আর এক স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও থাকতে পারেন স্কোয়াডে। কুলদীপ যাদবের সঙ্গে বাকি দুই স্পেশালিস্ট স্পিনার হতে পারেন বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই। পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
অস্ট্রেলিয়া সফরের বিপর্যয় এবং ডব্লুটিসি ফাইনালে উঠতে না পারায় নির্বাচকরা একটা ঝাঁকুনি দিতে চান। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বড় চমক প্রত্যাশা করা হচ্ছে। নীতীশ রেড্ডি সুযোগ পেতে পারেন। এছাড়া ঋতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিং, তিলক ভার্মা, শিবম দুবে, রিয়ান পরাগের মতো উঠতি প্রতিভাবান ক্রিকেটারদেরও জোরালো সম্ভাবনা রয়েছে।