নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেঙ্গালুরুকে ২-১ ব্যবধানে হারিয়ে চমকে দিল জামশেদপুর এফসি। শনিবার সুনীলদের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন খালিদ ব্রিগেডের। ম্যাচের ১৯ মিনিটে নাগুয়েরোর গোলে লিড নেন সুনীলরা। ৮৪ মিনিটে জর্ডন মারের দুরন্ত ব্যাকভলিতে সমতায় ফেরে জামশেদপুর। শেষ পর্বে তিন পয়েন্টে নিশ্চিত করেন মহম্মদ উভেস। এই ফলে আরও সুবিধা পেল মোলিনা ব্রিগেড। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে মোহন বাগান ও বেঙ্গালুরুর পয়েন্টের পার্থক্য ৫।
অন্যদিকে, ঘরের মাঠে এফসি গোয়ার কাছে ৪-২ গোলে হারল ওড়িশা। জোড়া লক্ষ্যভেদে নায়ক ব্রাইসন ফার্নান্ডেজ। এছাড়াও জাল কাঁপান উদান্তা সিং। অপর গোলটি আত্মঘাতী। ওড়িশার দুই গোলদাতা আহমেদ জাহু ও জেরি। শেষ পর্বে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জাহু।