সিডনি: বর্ডার-গাভাসকর ট্রফির নির্ণায়ক টেস্টে শনিবারের নায়ক ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। আটবার শরীরে বলের আঘাত পেয়েও দাঁত কামড়ে পড়েছিলেন উইকেটে। শনিবার দ্বিতীয় ইনিংসে মারকাটারি ব্যাটিংয়ে তারই মধুর প্রতিশোধ নিলেন ভারতীয় তারকা। প্রথম বলেই স্কট বোল্যান্ডকে ছক্কা হাঁকিয়ে ‘পুষ্পা’ সিনেমার কায়দায় যেন বলতে চাইলেন, ‘ফ্লাওয়ার নেহি, ফায়ার হু ম্যায়!’ মাত্র ৩৩ বলে ৬১ রানের ধামাকায় ম্যাচে ফেরালেন দলকে। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার ও চারটি ছক্কা। গড়লেন দু’টি রেকর্ডও। সফরকারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম অর্ধশতরান হাঁকালেন পন্থ। ভেঙে দিলেন ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের রয় ফেডেরিক্সের ৩৩ বলে হাফ-সেঞ্চুরির কীর্তি। ক্যাঙারুর দেশে সামগ্রিকভাবে এটি দ্বিতীয় দ্রুততম। ২০১৭ সালে ১৭ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন ডেভিড ওয়ার্নার। এছাড়া ওভার বাউন্ডারি হাঁকানোর ক্ষেত্রেও এদিন নজির গড়লেন পন্থ। অজি মুলুকে টেস্টে সবমিলিয়ে ১৩টি ছক্কা মেরে তিনি পিছনে ফেললেন ভিভ রিচার্ডস ও ক্রিস গেলইকে।
পন্থের সাহসী ব্যাটিংয়ের প্রশংসা করেছেন শচীন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, ‘পন্থের এই ইনিংস এক কথায় অসাধারণ। সিডনির কঠিন উইকেটে এমন সব শট খেলা মোটেই সহজ নয়। ওর ব্যাটিং সর্বদাই উপভোগ করি।’ পন্থের ঝোড়ো ইনিংসের সময় ভাঙড়া নেচেছেন সুনীল গাভাসকরও। সানির কথায়, ‘পরিস্থিতির নিরেখে পন্থের ৬১ রান খুবই মূল্যবান। ওর থেকে বাকি ভারতীয় ব্যাটারদের শেখা উচিত।’