একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
দ্বিতীয় দিনের শেষে ব্যাট হাতে ভারতের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ১৪১ রান। লিড ১৪৫। রবিবার দুশোর গণ্ডি পার করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। প্রসিদ্ধ মনে করছেন, ‘চেষ্টা থাকবে যত বেশি সম্ভব রান করা। তবে লিড যাই হোক না কেন লড়াই জমবেই। শনিবার উইকেটের বাউন্স ভালো কাজে লাগানো গিয়েছে। তাছাড়া পিচের বিশেষ কিছু জায়গায় বল পড়ে নড়ছে। তাই এই উইকেটে রান করা সহজ নয়।’ উল্লেখ্য, এদিন প্রসিদ্ধর সেরা শিকার স্টিভ স্মিথ। লাঞ্চের আগেই অজি রানমেশিনকে ফেরান কর্ণাটকের পেসার। এই বিষয়ে তাঁর মন্তব্য, ‘প্রথম দিকে লেংথ নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। তবে তা দ্রুত শুধরে নিয়েছি। স্মিথকে নিয়ে বোলিং কোচ মনি মর্কেলের সঙ্গে আলোচনা করেছিলাম। সেটাই কাজে লেগেছে।’ পাশাপাশি এই মাঠেই প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার ‘এ’ দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও কাজে লেগেছে বলে জানালেন প্রসিদ্ধ।