একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
শনিবার মধ্যাহ্নভোজের বিরতিতে রোহিত মুখ খুললেন তাঁর ‘বিশ্রাম’ নিয়ে। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘অবসর গ্রহণ করিনি। শুধু এই ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অনেক ব্যাটারই ভালো ফর্মে নেই। তার প্রভাব পড়ছিল ম্যাচে। অধিনায়ক হিসেবে সবসময় দলের কথা ভাবি। সেই অনুভূতি থেকেই সরে দাঁড়িয়েছি। কোচ, নির্বাচকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, আর তা নিজে থেকেই। তাই কোথাও যাচ্ছি না। দলের সঙ্গেই আছি।’ রোহিতের না খেলা নিয়ে বিতর্কের আঁচ কি সাজঘরে প্রভাব ফেলছে? হিটম্যানের জবাব, ‘কোনও প্রশ্নই নেই। আমাদের ছেলেরা ইস্পাত দিয়ে তৈরি। কীভাবে কঠিন পরিস্থিতির সামাল দিতে হয়, ওরা জানে। তাছাড়া সিরিজের গুরুত্বপূর্ণ সময়ে এসব নিয়ে সময় নষ্ট করার কোনও মানে হয় না।’
চতুর্থ টেস্টের পরেই কি সিডনিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন? রোহিত বলেন, ‘না। সিডনিতে পৌঁছে এটা ঠিক করেছি। তবে আবারও বলছি, এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছি মানে এই নয় যে, পরের টেস্টও খেলব না। এখন রান পাচ্ছি না। ব্যাটে-বলে হচ্ছে না। দু-চার মাস পর ছন্দে ফিরতেই পারি। এত দিন ধরে খেলছি। জানি কী করা উচিত। কে কী লিখল বা বলল, তাতে কিছু যায় আসে না। আমি যথেষ্ট অভিজ্ঞ। দুই সন্তানের বাবা। একজন সংবেদনশীল মানুষ। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার রয়েছে। কারও কথায় অবসর নেব না। কখন থামতে হয়, তা জানি।’
বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে রোহিতের বক্তব্য, ‘আমরা এখানে এসে আগে দু’বার সিরিজ জিতেছি। উপমহাদেশের আর কোনও দলের এমন কৃতিত্ব নেই। এবার সিরিজ জয়ের সুযোগ না থাকলেও ড্র করতেই পারি। সেটাই এখন লক্ষ্য।’ তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। সতীর্থের ক্যাপ্টেন্সির প্রশংসা করেন রোহিত।