একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
শনিবার ঋষভ পন্থ যখন ব্যাট করতে নামলেন ভারতের স্কোর ৩ উইকেটে ৫৯। লোকেশ রাহুল (১৩), যশস্বী জয়সওয়াল (২২) ও বিরাট কোহলিকে (৬) আউট করে রীতিমতো গর্জন ছাড়ছেন স্কট বোল্যান্ড। শুরুটা ভালো করেও দুই ওপেনারই বোল্ড হন তাঁর বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে। বিরাট কোহলি আবারও পুরনো রোগের শিকার। অফ-স্টাম্পের বলে খোঁচা দেওয়া যেন স্বভাবে পরিণত হয়েছে, দলকে বিপদে ফেলাও। এমন কঠিন পরিস্থিতিতে নতুন ব্যাটার দেখেশুনে খেলবে সেটাই স্বাভাবিক। কিন্তু পন্থ অন্য ধাতুতে গড়া। বোল্যান্ডকে প্রথম বলেই উইকেট ছেড়ে বেরিয়ে এসে ছক্কা হাঁকালেন। পরের ৩১ বলে স্টার্ক, কামিন্স, ওয়েবস্টার— কাউকেই রেয়াত করেননি তিনি। স্টার্ককে ছক্কা হাঁকিয়ে মাত্র ২৯ বলে অর্ধশতরান পূরণ করেন। বাঁহাতি পেসারের পরের বলটিও পাঠালেন গ্যালারিতে। তখন রীতিমতো দিশেহারা অস্ট্রেলিয়া শিবির। প্যাট কামিন্স বুঝে উঠতে পারছেন না, আক্রমণ করবেন নাকি বাউন্ডারি বাঁচাবেন! শেষ পর্যন্ত অফ স্টাম্পের বলে খোঁচা দিয়ে অজি অধিনায়ককেই উইকেট উপহার দিলেন ভারতীয় তারকা। তাঁর ঝোড়ো ইনিংস সাজানো ছিল ৬টি চার ও ৪টি ছক্কায়। তবে ঋষভের বিধ্বংসী মেজাজের সঙ্গে কিছুতেই মেলানো যাচ্ছিল না শুভমান গিল, নীতীশ রেড্ডিদের অসহায় আত্মসমর্পণের দৃশ্য। শেষদিকে জাদেজার ক্যাচ স্টিভ স্মিথ না ফস্কালে আরও বিপাকে পড়ত দল।
দিনের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল ভারতের। ১ উইকেটে ৯ রান নিয়ে খেলা শুরু করা অস্ট্রেলিয়াকে দ্রুত ধাক্কা দেন বুমরাহ। তবে পিঠের সমস্যায় লাঞ্চের পর এক ওভারের বেশি হাত ঘোরাতে পারেননি তিনি। অধিনায়কের অনুপস্থিতিতে জ্বলে ওঠেন সিরাজ ও প্রসিদ্ধ। যোগ্য সঙ্গতে নীতীশও। সিরাজ ও প্রসিদ্ধ তিনটি করে উইকেট নিয়েছেন। নীতীশের শিকার দু’টি। একই ওভারে কনস্টাস ও ট্রাভিস হেডকে ফেরান সিরাজ। ভারতীয় পেসারদের দাপটে অজিদের টপ অর্ডার দাঁড়াতেই পারেনি। ৩৯ রানে ৪ উইকেট পড়ার পর অবশ্য স্মিথ (৩৩) ও ওয়েবস্টার (৫৭) কিছুটা ভরসা জোগান। এই দু’জনকেই আউট করে ভারতীয় শিবিরে স্বস্তি ফেরান অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলতে নামা প্রসিদ্ধ। তবে অভিষেক ম্যাচে ওয়েবস্টারের দুরন্ত হাফ-সেঞ্চুরি সত্যিই প্রশংসনীয়। অ্যালেক্স কেরিও প্রসিদ্ধর শিকার।
সিডনিতে প্রথম দিন পড়েছিল ১১টি উইকেট। দ্বিতীয় দিন পড়ল ১৫টি। রবিবার রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
সিডনিতে দ্বিতীয় দিনের স্কোরবোর্ড
ভারত ১ম ইনিংস- ১৮৫। অস্ট্রেলিয়া ১ম ইনিংস (১ উইকেটে ৯ থেকে)- কনস্টাস ক জয়সওয়াল বো সিরাজ ২৩, লাবুশানে ক পন্থ বো বুমরাহ ২, স্মিথ ক রাহুল বো প্রসিদ্ধ ৩৩, হেড ক রাহুল বো সিরাজ ৪, ওয়েবস্টার ক জয়সওয়াল বো প্রসিদ্ধ ৫৭, কেরি বো প্রসিদ্ধ ২১, কামিন্স ক বিরাট বো নীতীশ ১০, স্টার্ক ক রাহুল বো নীতীশ ১, লিয়ঁ অপরাজিত ৭, বোল্যান্ড বো সিরাজ ৯, অতিরিক্ত ১২। মোট (৫১ ওভারে) ১৮১। উইকেট পতন: ২-১৫, ৩-৩৫, ৪-৩৯, ৫-৯৬, ৬-১৩৭, ৭-১৬২, ৮-১৬৪, ৯-১৬৬, ১০-১৮১। বোলিং: বুমরাহ ১০-১-৩৩-২, সিরাজ ১৬-২-৫১-৩, প্রসিদ্ধ ১৫-৩-৪২-৩, নীতীশ ৭-০-৩২-২, জাদেজা ৩-০-১২-০। ভারত ২য় ইনিংস- জয়সওয়াল বো বোল্যান্ড ২২, রাহুল বো বোল্যান্ড ১৩, গিল ক কেরি বো ওয়েবস্টার ১৩, বিরাট ক স্মিথ বো বোল্যান্ড ৬, পন্থ ক কেরি বো কামিন্স ৬১, জাদেজা ব্যাটিং ৮, নীতীশ ক কামিন্স বো বোল্যান্ড ৪, সুন্দর ব্যাটিং ৬, অতিরিক্ত ৮। মোট (৩২ ওভারে) ৬ উইকেটে ১৪১। উইকেট পতন: ১-৪২, ২-৪৭, ৩-৫৯, ৪-৭৮, ৫-১২৪, ৬-১২৯। বোলিং: স্টার্ক ৪-০-৩৬-০, কামিন্স ১১-৪-৩১-১, বোল্যান্ড ১৩-৩-৪২-৪, ওয়েবস্টার ৪-১-২৪-১।