একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি। ... বিশদ
সূচি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর আই লিগের উদ্বোধন। কিন্তু বল গড়ানো নিয়ে তীব্র সংশয়। ম্যাচ সম্প্রচার ইস্যুতে অসন্তুষ্ট ক্লাব জোট। ব্র্যান্ডিং , বিপণন কার্যত শূন্য। অভিযোগ, সর্বভারতীয় ফুটবল সংস্থাকে বারবার অভিযোগ জানিয়েও লাভের লাভ হয়নি। উল্টে আই লিগে অংশ নেওয়ার জন্য টাকার পরিমাণ আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজ্যের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়েও সিঁদুরে মেঘ দেখছেন ক্লাব জোটের কর্তারা। সম্প্রতি কেরলে এমনই এক ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হয়েছে। জোট কর্তাদের আশঙ্কা, টাকার লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়বে ক্লাব ফুটবল। বিভিন্ন রাজ্য লিগও কার্যত গুরুত্ব হারাচ্ছে। দিল্লি এফসি’র কর্তা রঞ্জিত বাজাজের মন্তব্য, ‘পরিস্থিতি খুবই উদ্বেগজনক। দ্রুত সমাধান চাই।’