একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি। ... বিশদ
অধিনায়কের কাছেও এটা ‘স্পেশ্যাল’ জয়। সূর্য বলেছেন, ‘ওয়েল ডান বয়েজ। বিদেশে সিরিজ জেতা যে কত কঠিন তা সকলে জানি। শেষবার দক্ষিণ আফ্রিকায় আমরা ১-১ ফল করেছিলাম। সেজন্যই এবার ২-১ এগিয়ে গিয়েও আমরা মনোভাব দেখাইনি। প্রত্যেকে সেরাটা উজাড় করে দিয়েছে। আমি নিশ্চিত, এখন সবাই উৎসবের মেজাজে রয়েছে।’ টানা দুই সেঞ্চুরির সুবাদে এই ফরম্যাটে তিন নম্বর জায়গা অনেকটাই মজবুত করেছেন তিলক। শুধু শুক্রবারের ম্যাচেই নয়, সিরিজের সেরাও হয়েছেন তিনি। তাঁর সম্পর্কে সূর্যর মন্তব্য, ‘তিন নম্বরে বিরাট কোহলি দীর্ঘদিন ধরে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়েছে। এবার একজন প্রতিশ্রুতিবান তরুণের কাছে নিজেকে মেলে ধরার সুযোগ ছিল। সেটা নিয়ে তিলকের সঙ্গে আমার কথাও হয়েছে আগে। ও দারুণভাবে পালন করেছে দায়িত্বটা। আশা করি, সব ফরম্যাটেই এমন ছন্দে ব্যাট করবে তিলক।’
যশস্বী জয়সওয়াল, শুভমান গিল ফিরলে স্যামসনের অবস্থা কী হবে? তিনি কি তখনও ওপেন করবেন? রহস্য রেখেই সূর্য বলেছেন, ‘এখনও অত দূর ভাবিনি। এই মুহূর্তকে উপভোগ করছি আমরা। ওরা ফিরলে তখন দেখা যাবে। এটা নির্বাচক, ম্যানেজমেন্টের দায়িত্ব।’