অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ। ... বিশদ
জিততে হলে শনিবার, ম্যাচের শেষ দিন সকালেই মধ্যপ্রদেশকে চেপে ধরতে হবে বাংলাকে। তার জন্য সামির দিকেই তাকিয়ে অনুষ্টুপ মজুমদারের বাহিনী। মধ্যপ্রদেশের প্রথম ইনিংসে চার উইকেট পেয়েছিলেন তিনি। শুক্রবার পড়ন্তবেলায় নেন আরও এক উইকেট। প্রত্যাবর্তন ম্যাচে আপাতত পকেটে পাঁচ উইকেট। তাছাড়া ব্যাট হাতেও এদিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সামি। দুটো ছক্কা ও দুটো চারের সাহায্যে ৩৬ বলে করেন ৩৭। শেষদিকে তাঁর ইনিংসের সুবাদেই আড়াইশো পেরোয় বাংলা। শেষ পর্যন্ত ২৭৬ রানে দাঁড়ি পড়ে দ্বিতীয় ইনিংসে। বাংলার হয়ে রান পান ঋত্ত্বিক চ্যাটার্জি (৫২), ঋদ্ধিমান সাহা (৪৪), সুদীপ চ্যাটার্জি (৪০) ও সুদীপ ঘরামি (৪০)।