অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ। ... বিশদ
বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে ছয় গোলের মালা পরিয়ে শুক্রবার মাঠে নেমেছিল আর্জেন্তিনা। লক্ষ্য ছিল প্যারাগুয়ের বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখা। অ্যাওয়ে ম্যাচে শুরুটাও দারুণ করে তারা। ১১ মিনিটেই এনজো ফার্নান্ডেজের সেন্টার রিসিভ করে বাঁ পায়ের দুরন্ত শটে জাল কাঁপান লাওতারো (১-০)। প্রথমে সহকারী অফ-সাইডের পতাকা তুললেও, ভারের সাহায্য নিয়ে তা গোলের বাঁশি বাজান রেফারি। তবে সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি। ১৯ মিনিটে দুরন্ত গোলে প্যারাগুয়েকে লড়াইয়ে ফেরান আন্তোনিও সানাব্রিয়া। গুস্তাভো ভেলাজকুয়েজের ক্রস থেকে বাইসাইকেল-কিকে জাল কাঁপান তিনি (১-১)।
প্রথমার্ধে বাকি সময় আর কোনও দলই সেভাবে সুযোগ পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ফের একবার গোল হজম করে আর্জেন্তিনা। এবার হেডে লক্ষ্যভেদ ওমর আলদেরেতের (২-১)। ম্যাচে পিছিয়ে পড়তেই আলেজান্দ্রো গারনাচোকে এনে আক্রমণে চাপ বাড়ান কোচ স্কালোনি। এই পর্বে সমতা ফেরানোর সুযোগ এসেছিল রডরিগো ডে পলের সামনে। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল উড়িয়ে দেন তিনি। বাকি সময়টা রক্ষণ জমাট রেখে জয় নিশ্চিত করে প্যারাগুয়ে।
এদিকে, অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট নষ্ট করল ব্রাজিলও। ভেনেজুয়েলার বিরুদ্ধে এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৪৩ মিনিটে সেলেকাওদের এগিয়ে দেন রাফিনহা। তবে বিরতির পরই ম্যাচে সমতা ফেরায় ভেনেজুয়েলা। স্কোরশিটে নাম তোলেন তেলাস্কো সেগোভিয়া। এরপর ৬০ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। তবে স্পটকিক থেকে জাল কাঁপাতে ব্যর্থ ভিনিসিয়াস। এই ড্রয়ের ফলে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এল ব্রাজিল।
প্যারাগুয়ে- ২ : আর্জেন্তিনা- ১
ভেনেজুয়েলা- ১ : ব্রাজিল- ১