প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে ... বিশদ
ঝাড়গ্রামে স্কুলের ছেলে-মেয়েদের খেলাধুলোর প্রতি উৎসাহ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য ও জাতীয়স্তরে ক্রীড়া প্রতিযোগিতার আসরে স্কুলের ছেলেমেয়েরা সফলতা লাভ করছে। তিরন্দাজি, যোগা, ফুটবলের মতো খেলাধুলোয় সাড়া ফেলে দিয়েছে। স্কুল শিক্ষকরা এক্ষেত্রে অগ্ৰণী ভূমিকা নিচ্ছেন। পশ্চিম চক্রের ক্রীড়া প্রতিযোগিতায় কে কে আই ইন্সটিটিউশন মাঠ চত্বর সাজিয়ে তোলা হয়। জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি জয়দীপ হোতা, মাধ্যমিক জেলা বিদ্যালয় পরিদর্শক শক্তিভূষণ গঙ্গোপাধ্যায়, অবর বিদ্যালয় পরিদর্শক সৌমিত্র নন্দী, পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় ৩৪টি ইভেন্টে ২৩২জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ১১৮জন ছাত্র ও ১১৪জন ছাত্রী ছিল। চক্রের ৩৪৯জন শিক্ষকশিক্ষিকা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতার কো অর্ডিনেটর দেবাশিস শীট বলেন, পশ্চিম চক্রের ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনায় মাঠ চত্বর মুখরিত হয়ে উঠেছিল। ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, রাজ্য সরকার জেলার ক্রীড়া উন্নয়নে একাধিক উদ্যোগ নিয়েছে। তিরন্দাজি, ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলা হয়েছি। এই ধরনের প্রতিযোগিতা সামনের দিনে খেলার জগতে নতুন নতুন প্রতিভা তুলে আনবে।-নিজস্ব চিত্র